গুম ও খুনের শিকার পরিবারের কান্না বন্ধে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: ফখরুল

গুম ও খুনের শিকারদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুম কমিশনকে পাবলিকলি নিয়ে আসা ও গণশুনানি করতেও তারা ব্যর্থ হয়েছে। এটার জন্য তাদের (অন্তবর্তীকালীন সরকার) অবশ্যই জবাবদিহি করতেই হবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মায়ের ডাক’র আয়োজনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে গুম ঘটনা নিয়ে ‘মানববন্ধন ও চিত্র প্রদর্শনী’র অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের একটা দাবি ছিল এসব ঘটনার বিচার করতে হবে। আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে, এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি, তুলির (সানজিদা ইসলাম তুলি) মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং আমরা যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে তাদের সঙ্গেই থাকব। প্রথম দিন থেকে এই গুম হওয়া পরিবারের সঙ্গে আছি বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত-নিপীড়িত মানুষের সঙ্গে আছি। আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন। আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত হয়েছিলেন, এখনো আছেন।

গুম-খুনের শিকার স্বজনদের কষ্টের বিষয়টি উল্লেখ করতে বিএনপি মহাসচিব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, সেই দিনগুলোর কথা মনে পড়ে, আন্দোলনে নামা অনেকেই গুম হয়ে গেলেন। এক পরিবারের সাতজন পর্যন্তও গুম হলো। স্বজনহারা ছোট বাচ্চাদের দেখলে কষ্ট হয়, কারণ তাদের একসময় আরও ছোট অবস্থায় দেখেছিলাম। আজ তারা বড় হয়েছে।

‘বিচারের জন্য ভোট চাই’

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই বিচারকে (গুমের ঘটনার) নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। আমাদের কাছে গুম বা ডিজ-এপিয়ারেন্স বিষয়টা বই বা খবরের কাগজের একটা তথ্য ছিল। এই অনুষ্ঠানে একজন বলল যে, ল্যাতিন আমেরিকার দেশগুলোতে এটা হয়। আমাদের দেশে এটা (গুম) আগে ছিল না। এই প্রথম দানব হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই গুম এদেশে নিয়ে এসেছে। আমাদের ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আমাদের প্রায় ২০ হাজার মানুষকে বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, ১৭‘শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। আমরা এখন পর্যন্ত তার কোনো সদুত্তর পাইনি।

‘হাসিনার বিচার করতেই হবে’

মির্জা ফখরুল বলেন, আজকে এই প্রত্যাশা করব যে, আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে, বোনেরা যারা ভাই হারিয়েছে, মায়েরা যারা সন্তান হারিয়েছে তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য বের করে নিয়ে আসবে এই সরকার। সে যেই হোক না কেন, যারাই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, এর চেয়ে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, ‘ইনফোর্স ডিজএপিয়ারেন্স হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। আজকে এটা প্রমাণিত হয়েছে যে, হাসিনা এই হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী, তার বিচার অবশ্যই হতে হবে। এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।

জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না, আজ পর্যন্ত হয়নি বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, এর প্রমাণ আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন।

জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের গুম ঘটনার তদন্ত সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদও জানান বিএনপি মহাসচিব।

‘মায়ের ডাক’ এর প্রধান সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে এই অনুষ্ঠানে গুম হওয়া পরিবারের সদস্যরা এবং ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার Aug 23, 2025
img
জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোসর: ডা. তাহের Aug 23, 2025
img
কিশোরগঞ্জে সংঘর্ষ ও নিহতের ঘটনায় যুবদলের ২ নেতা বহিষ্কার Aug 23, 2025
img
বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী Aug 23, 2025
img
তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: মাহবুবের শামীম Aug 23, 2025
img
মুক্তিযোদ্ধাদের ভেতরে যেন কোনো ফাটল না ধরে: রিতা Aug 23, 2025
img
ফরিদপুরে বিএনপির কর্মী সম্মেলনে দু’পক্ষের মারামারি Aug 23, 2025
img
ফুটবল বিশ্বকাপের স্বর্ণালি ট্রফি রেখে দিতে চাইলেন ট্রাম্প! Aug 23, 2025
img
রাজনীতির গুণগত পরিবর্তন না হলে আবার স্বৈরাচার তৈরি হবে: এটিএম আজহারুল ইসলাম Aug 23, 2025
img
রাষ্ট্র পুনর্গঠন না করে কোনো নির্বাচন হবে না : নুরুল হক Aug 23, 2025
img
জামায়াত ধর্মের নামে প্রতারণা করছে: আযম খান Aug 23, 2025
img
কলকাতাকে বাদ দিয়ে ভারতের উন্নয়ন সম্ভব নয়: মোদি Aug 23, 2025
img
জাকসুতে কর্মী সংকটে প্যানেল ঘোষণা করতে পারছে না বামপন্থী ছাত্রসংগঠনগুলো Aug 23, 2025
img
দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয় : মির্জা আব্বাস Aug 22, 2025
img
শেষ পর্যন্ত সত্যই টিকবে, মিথ্যা ধ্বংস হবে: তাসনিম জারা Aug 22, 2025
img
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান গ্রেপ্তার Aug 22, 2025
img
আমদানি-রপ্তানি বাড়াতে সহযোগিতার আশ্বাস পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর Aug 22, 2025
img
প্রাক্তন স্বামী নিয়ে খোলামেলা স্বীকারোক্তিতে আলোচনায় মালাইকা অরোরা Aug 22, 2025
img
প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-পাকিস্তান Aug 22, 2025
img
নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু Aug 22, 2025