প্রায় ২৬ বছর আগে, ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘বাদশা’। মুক্তির পরপরই ছবিটি পরিণত হয়েছিল ব্লকবাস্টার হিটে। শাহরুখ খানের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন টুইংকেল খান্না ও জনি লিভার। বিশেষ করে শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও সহকারীর চরিত্রে জনি লিভারের প্রাণবন্ত অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।
তবে জানেন কি? ছবিটির শুটিং চলাকালীন জনি লিভার এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা আজও বলিউডে তার পেশাদারিত্বের উদাহরণ হিসেবে বলা হয়।
‘বাদশা’-এর এন্ট্রি দৃশ্যে জনিকে দেখা যায় অত্যন্ত প্রাণোচ্ছ্বল রূপে। কিন্তু ক্যামেরার বাইরে তিনি ছিলেন অস্বাভাবিক গম্ভীর ও চুপচাপ। বিষয়টি পরিচালক আব্বাস মাস্তানের নজরে আসে। শুটিং শেষে তারা জনির সঙ্গে কথা বললে জনি জানান, তার বাবার বড় একটি অপারেশন হয়েছিল, সেই চিন্তায় তিনি ভীষণ মন খারাপ করে ছিলেন।
তখন পরিচালকরা অবাক হয়ে বলেন, “আপনি যদি আগে বলতেন, আমরা আজকের শুট বাতিল করতাম।” কিন্তু জনি লিভারের উত্তর ছিল আরও বিস্ময়কর। তিনি বলেন, “আমি জানতাম বললে শুটিং বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি চাইনি ছবির শিডিউল আমার কারণে নষ্ট হোক।”
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছিল, জনি লিভার শুধু একজন মেধাবী কমেডিয়ান নন, বরং কাজের প্রতি ভীষণ দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ একজন শিল্পী।
উল্লেখ্য, আব্বাস মাস্তান পরিচালিত এ ছবিতে অ্যাকশন, কমেডি, রোমান্স সব কিছুর মিশেল ছিল। আর এই সিনেমার পর থেকেই শাহরুখ খান পান তার অবিস্মরণীয় খেতাব ‘বলিউডের বাদশা’।
এসএস/টিকে