দক্ষিণী সিনেমার উঠতি নায়িকা ভাগ্যশ্রী বরসে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছেন চলচ্চিত্রে। আসছে ২৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি আন্ধ্রা কিং তলুকা, যেখানে তার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা রাম পোথিনেনি। এর আগে চলতি বছর তিনি ‘কিংডম’ সিনেমায় অভিনয় করে বড় পর্দায় নজর কাড়েন।
শুধু একটি ছবিতে সীমাবদ্ধ নন ভাগ্যশ্রী। একের পর এক নতুন প্রজেক্টে নাম লিখিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তিনি যুক্ত হয়েছেন অখিল অাক্কিনেনির নতুন ছবি লেনিন–এ। যদিও এখনো বড় কোনো ব্লকবাস্টার হিট তার ঝুলিতে আসেনি, তবুও তিনি ভরসা রাখছেন পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদে।
সম্প্রতি তিনি নিজের অনুভূতি ভাগ করেছেন একটি বিশেষ জায়গা থেকে। হায়দরাবাদের রামানায়ডু স্টুডিওতে অবস্থিত একটি মন্দিরে দাঁড়িয়ে তিনি স্মৃতিচারণ করেন। এখান থেকেই শুরু হয়েছিল তার প্রথম ছবি মিস্টার বচ্চন–এর শুটিং। সেই স্থানটিকে তিনি জীবনের অন্যতম মূল্যবান জায়গা বলে উল্লেখ করেছেন।
নিজেকে “ঈশ্বরের কন্যা” আখ্যা দিয়ে ভাগ্যশ্রী বলেন, বিশ্বাসই তাকে পথ দেখাচ্ছে। তার কৃতজ্ঞতা আর দৃঢ় মানসিকতা প্রমাণ করছে যে, সামনে আরও বড় সাফল্যের পথে হাঁটছেন তিনি। হাতে থাকা একাধিক বড় প্রজেক্ট তার ক্যারিয়ারের দিগন্তকে আরও প্রসারিত করছে।
এফপি/ টিএ