জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে টটেনহ্যামের ডাগআউটে বেশ ভালো সময় কাটাচ্ছেন নতুন কোচ থমাস ফ্রাঙ্ক। শুরুটা অবশ্য সুখকর ছিল না উয়েফা সুপার কাপে পিএসজির কাছে হেরে যাত্রা শুরু করেছিলেন তিনি। তবে লিগে নামতেই যেন বদলে গেল দৃশ্যপট। প্রথম ম্যাচে বার্নলেকে উড়িয়ে দিল তার শিষ্যরা, ৩-০ গোলে।
এরপর এল আরও বড় পরীক্ষা। ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে মুখোমুখি স্বাগতিকরা। সেখানেই নিজেদের দাপট দেখাল টটেনহ্যাম। সিটির ডেরায় ২-০ গোলের দারুণ জয় নিয়ে ফিরল তারা। মজার ব্যাপার হলো, এটা সিটির মাঠে টটেনহ্যামের টানা দ্বিতীয় জয়। গত মৌসুমেও তারা এখানে ৪-০ গোলে উড়িয়েছিল পেপ গুয়ার্দিওলার দলকে। সব মিলিয়ে শেষ চার মুখোমুখি লড়াইয়ে সিটির বিপক্ষে টটেনহ্যামের এটি তৃতীয় জয়।
এ জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে টটেনহ্যাম। দুই ম্যাচে দুই জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি, এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া লিভারপুল তিনে, সিটি চার আর নটিংহ্যাম ফরেস্ট পাঁচে অবস্থান করছে।
ম্যাচের শুরুতেই আক্রমণে ধার দেখায় টটেনহ্যাম। ১০ মিনিটে ওমর মারমুশের শট অল্পের জন্য বাইরে চলে যায়। কিছুক্ষণ পর তার আরেকটি প্রচেষ্টা দারুণভাবে ফিরিয়ে দেন সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।
অবশেষে ৩৫ মিনিটে জালের দেখা পায় সফরকারীরা। রিচার্লিসনের নিখুঁত পাসে ব্রেনান জনসন এগিয়ে দেন টটেনহ্যামকে। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা। সিটির ডি-বক্সে হুড়োহুড়ির ফাঁক গলে বল পেয়ে যান পালহিনহা, সেখান থেকে নিখুঁত শটে গোল করে নিশ্চিত করেন টটেনহ্যামের জয়ের ভিত্তি।
এসএস/টিকে