বিশ্বরেকর্ড গড়লেন ৪৬ বছরের ইমরান তাহির

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আন্তর্জাতিক ফরম্যাটটি থেকে অবসর নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা লেগস্পিনার ইমরান তাহির। বয়সটা ৪৬ পেরোতে চললেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি। যদিও একই বছর থেকে তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। তবে ইমরান তাহির এখন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফেরিওয়ালা। সেখানেই গড়লেন ফাইফারের বিশ্বরেকর্ড।

প্রোটিয়া এই তারকার কাছে সম্ভবত বয়সটা কেবলই সংখ্যা! অন্তত তার বোলিং পারফরম্যান্স সেরকম কিছুই বলছে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচবার ৫ উইকেট শিকার করেছেন তাহির। এর মধ্যে তিনটাই এসেছে বয়সের কোটা ৪২ পার করার পর। আজ (শনিবার) ভোরে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) তাহিরের নেতৃত্বাধীন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স সাকিব আল হাসানের দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্সকে ৮৩ রানে হারিয়েছে।

যেখানে ৪ ওভারে মাত্র ২১ রানে ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ফিগার গড়েছেন ইমরান তাহির। পাশাপাশি একটি মেডেনও নিয়েছেন। ম্যাচের সপ্তম ওভারে আক্রমণে এসে তাহির গুগলিতে বোকা বানিয়েছেন সাকিবকে। স্টাম্পিং হয়েছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এরপর একে একে ফিরিয়েছেন ইমাদ ওয়াসিম, শামার স্প্রিংগার, উসামা মির ও ওবেদ ম্যাককয়কে। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৫টি ফাইফার পূর্ণ করলেন তাহির।



টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী (৪৬ বছর ১৪৮ দিন) হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। এই রেকর্ডে সবার শীর্ষে পূর্ব-আফ্রিকার দেশ মালাওয়ির বোলার মোয়াজ্জেম আলি বেগ। ২০০৪ সালে তিনি ক্যামেরুনের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তাকে সবচেয়ে বয়স্ক হিসেবে ফাইফার নেওয়ার কথা বললেও, তার বয়সটা উল্লেখ করেনি। এদিকে, সবচেয়ে বয়সী অধিনায়ক হিসেবে তাহির টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন।

অন্যদিকে, ক্রিকেটের বাইবেল-খ্যাত উইজডেনের তথ্যমতে, ইমরান তাহির সর্বোচ্চ বয়সী হিসেবে টি-টোয়েন্টিতে ফাইফারের বিশ্বরেকর্ড গড়লেন। তাদের হিসাবমতে, তাহিরের পর কুক আইল্যান্ডের বোলার তোমাকানুতে রিতাওয়া ৪৬ বছর ২৯৯ দিন বয়সে ২০২২ সালে ফিজির বিপক্ষে ১৯ রানে ৫ উইকেট নেন। এ ছাড়াও বিশ্বের প্রথম (নারী-পুরুষ উভয় ক্রিকেটে) কোনো বোলার হিসেবে ৪০ বছরের পর তিনবার ফাইফার পেয়েছেন ইমরান তাহির।

ফাইফারের সংখ্যায় ইমরান তাহিরের পাশে আছেন চারজন (সাকিব আল হাসান, শাহিন আফ্রিদি, লাসিথ মালিঙ্গা ও ভুবনেশ্বর কুমার)। তারাও সমান ৫ বার করে ওই কীর্তি গড়েন। ফাইফারের রেকর্ডে সবার শীর্ষে ডেভিড ভিসা। তিনিই একমাত্র ফরম্যাটটিতে ৭ বার ফাইফার নিয়েছিলেন।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পাবনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইউনিয়ন যুবদল নেতার Aug 24, 2025
img
বিদেশে পালানো নেতাদের নির্বাচনে ফেরার পথে বাধা : জাহেদ উর রহমান Aug 24, 2025
img
উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি নিয়ে তীব্র বিতর্ক Aug 24, 2025
img
নির্বাচন হলে বিএনপি দুই-তৃতীয়াংশের ওপরে সিট পেয়ে ক্ষমতায় আসবে : ফজলুর রহমান Aug 24, 2025
img
মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিলেন তুরস্কের ফার্স্ট লেডি Aug 24, 2025
img
ছবি রিলিজের টেনশন ভুলতে স্ট্রিট ফুডে মজলেন সিদ্ধার্থ-জাহ্নবী Aug 24, 2025
img
ফের রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে বিজিবির সতর্কতা Aug 24, 2025
img
শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপির সাংগঠনিক কাজে ফিরছেন তুষার Aug 24, 2025
img
৩ দিনের মধ্যে নিজ খরচে সাদাপাথর ফেরতের নির্দেশ Aug 24, 2025
img
এশিয়া কাপের দলে শান্ত-নাঈম কেন নেই, ব্যাখ্যা দিলেন লিপু Aug 23, 2025
অপু বিশ্বাসের স্টাইলিশ কামব্যাক, ভক্তরা বলছেন "অপূর্ব!" Aug 23, 2025
img
রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম Aug 23, 2025
img
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফারুকী, বাবাকে দেখে উচ্ছ্বসিত ইলহাম Aug 23, 2025
img
দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের Aug 23, 2025
যে আমল করলে ভালোবাসা বাড়ে | ইসলামিক টিপস Aug 23, 2025
যে আমল করলে ভালোবাসা বাড়ে | ইসলামিক টিপস Aug 23, 2025
যুদ্ধবিমান ইঞ্জিনে এবার 'মেড ইন ইন্ডিয়া', পাশে থাকছে ফরাসি কোম্পানি! Aug 23, 2025
img
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Aug 23, 2025
img
শেখ মেহেদীর জন্যই এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি মিরাজের! Aug 23, 2025
img
বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে ভারত এক নম্বর ইস্যু : আশরাফ কায়সার Aug 23, 2025