প্রয়াত লিভারপুল তারকা দিয়োগো জোতার নাম ভাঙিয়ে একটি প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। তারা diogojotafoundation.org নামের একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে, যেখানে জোতা ও তার পরিবারের ছবি ব্যবহার করে অনুদান চেয়ে নিয়েছে।ওয়েবসাইটটিতে লিভারপুল ফুটবল ক্লাব, ইউনিসেফ, আলিয়াঞ্জ, এবং পর্তুগিজ প্ল্যাটফর্ম অব ডেভেলপমেন্ট এনজিওর লোগো যুক্ত করা হয়েছিল, যার কারণে অনেকেই ভুল ধারণা করে ভেবেছিলেন যে, এটি জোতার পরিবার বা লিভারপুল ক্লাবের উদ্যোগ।
তবে দ্য টেলিগ্রাফ অনুসন্ধানে নিশ্চিত করেছে যে, এই ভুয়া ফাউন্ডেশনটির সঙ্গে জোতার পরিবার বা লিভারপুলের কোনো সম্পর্ক নেই। জানা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকরা ৬৪ হাজার ২৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। ওয়েবসাইটে শুধু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নেয়ার ব্যবস্থা ছিল, যা ভুয়া স্কিমের একটি স্পষ্ট লক্ষণ।
এছাড়া, দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, ব্রিটিশ চ্যারিটি কমিশনের কাছে ফাউন্ডেশনটির কোনো দাতব্য নিবন্ধনও নেই। বিষয়টি জানাজানি হওয়ার পর লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় বলেছে,‘প্রয়াত জোতার নামে প্রতিষ্ঠিত কোনো ফাউন্ডেশনের সঙ্গে লিভারপুল বা খেলোয়াড়ের পরিবারের কোনো যোগসূত্র নেই।’ ক্লাবটি আরও জানিয়েছে,‘জোতাকে স্মরণ করতে চাইলে আমাদের অফিশিয়াল স্টোর থেকে তার নাম্বার–২০ জার্সি কিনুন। বিক্রির পুরো অর্থ যাবে ক্লাবের অফিসিয়াল ফাউন্ডেশনে।’
এদিকে, ফান্ডরেইজিং রেগুলেটর সবাইকে সতর্ক থাকতে বলেছে। সংস্থাটি জানায়, কোনো দুর্ঘটনা বা কারও মৃত্যুর পর অনেক সময় অসাধু চক্র মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে ভুয়া তহবিল গড়ে তোলে এবং সেখান থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এখন পর্যন্ত এই প্রতারকদের কেউ গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য, গত ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ভাই।
এফপি/ টিকে