আদালতের নির্দেশে রিমান্ডে থাকা শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে শনিবার বিকেলে কলম্বোর ম্যাগাজিন কারাগার থেকে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন বলে কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপ-মহাপরিচালক রুকশান বেল্লানা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের উপপরিচালক ডা. রুকশন বেল্লানা জানান, চিকিৎসকেরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসা ইউনিট থেকে আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন।
হাসপাতাল সূত্র বলছে, একাধিক স্বাস্থ্য জটিলতার কারণে বিক্রমাসিংহের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এর আগে শনিবার আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়ার পর তাকে প্রথমে কারাগারের হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। তবে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পরে তাকে ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
৭৬ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টকে এর আগেরদিন সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, তিনি রাষ্ট্রীয় অর্থ ১৬ দশমিক ৬ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার) ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহার করেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি থাকাকালে যুক্তরাজ্য সফরে এই অর্থ ব্যয় করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এই মামলায় জামিন আবেদন খারিজ করে দেন কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত সমস্যার কারণে প্রথমে তাকে কারাগারের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে কারাগারের চিকিৎসা বোর্ডের পরামর্শে শনিবার বিকেলে তাকে কলম্বোর প্রধান সরকারি হাসপাতাল ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন কারাগার বিভাগের মুখপাত্র জগত বিরাসিংহে।
সূত্র: এএফপি।
এসএস/টিকে