বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত মঙ্গলবার (১৯ আগস্ট) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করেছে।
এর আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে ১ লাখ ৮২২ জনকে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল। যোগ্যপ্রার্থী না থাকায় প্রায় ৬০ হাজার ফাঁকাই থেকে গেছে।
এ পদগুলো বিশেষ বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগ কার্যাক্রমের মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএ সূত্র জানায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের অধিক শিক্ষকের প্রয়োজন থাকলেও বিষয়ভিত্তিক যোগ্য প্রার্থী না থাকায় পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। এ পদগুলো পূরণের জন্য নতুন করে সুপারিশমালা তৈরি করা হয়েছে। শিগগিরই এ সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, মানসম্মত প্রার্থী না থাকায় প্রতিবছরই অনেক পদ ফাঁকা থেকে যাচ্ছে।
কীভাবে এ পদগুলো পূরণ করা যায়, সে সংক্রান্ত একটি সুপারিশমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এনটিআরসিএ আরো জানিয়েছে, কিছু কিছু সাবজেক্টে পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি ছিল। এ পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি।
ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি। মেধাতালিকায় এগিয়ে থাকা বেশি নম্বরপ্রাপ্ত প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন। বাদ পড়েছেন পিছিয়ে থাকারা।
টিকে/