সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেছেন, ‘বিএনপি দিনের ভোট রাতে করে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই।’
গতকাল শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশিয়ার একজন প্রজ্ঞাবান ও দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ।
তিনি যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ রাজনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে মুক্তি পাবে। জাতি পাবে কাঙ্ক্ষিত দিক নির্দেশনা।’
তিনি আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার নানাজনকে ডেকে এনে যে সংস্কার কার্যক্রম চালাচ্ছে, তার দুই বছর আগেই তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলেন। আজ রাষ্ট্র সংস্কারের নামে যেসব আলোচনা, সেমিনার ও সিম্পোজিয়াম হচ্ছে -এর সবই ইতিমধ্যে বিএনপির ৩১ দফার মধ্যে আছে।
আমরা সেই রূপরেখা তৃণমূলে পৌঁছে দিচ্ছি, প্রচার করছি।’
‘আগামীতে স্বৈরাচারের দোসররা বাংলাদেশ, গণতন্ত্র ও রাজনীতি নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি মানবিক, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত ও দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে চাই।’
সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নূরুল বলেন, ‘নানা পদ্ধতির কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশে স্পষ্ট করে বলতে চাই—গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলনে বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই রাজপথে থাকবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির সদস্যসচিব মোরশেদ আলম, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান সৌরভ সৌরভ প্রমুখ।
পিএ/টিকে