বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, গণতন্ত্রকে আর রক্তাক্ত না করি। গণতন্ত্রকে সহনশীল করি, গণতন্ত্রকে প্রতিবাদের করি, মতবিরোধের করি, কিন্তু ঐক্যের করি। ন্যাচারালি যতক্ষণ পর্যন্ত ভোটের শিডিউল না হচ্ছে, ভোটটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাবলিক সংশয়ে থাকবে। তারপরও আমরা বিশ্বাস করি ভোটের কোন বিকল্প আমাদের সামনে খোলা নেই।
সম্প্রতি এক টেলিভিশনের টকশোতে এসে তিনি এসব কথা বলেন।
নাজমুল হক প্রধান বলেন, পট পরিবর্তনের পরে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর জামায়াতের আমির কি বলেছেন? মনে হয় উনি দেশের ক্ষমতার প্রধান ব্যক্তি। উনি আওয়ামী লীগকে সব ক্ষমা করে দিলেন আর বললেন ভারতের সঙ্গে অসন্তুষ্ট হয় এমন কিছু কাজ আমরা করবো না। জামায়াত ক্ষমতাটাকে পোচ করেই এই জায়গায় গেল যে, আমিই তো রাষ্ট্র ক্ষমতায়।
জামায়াত এই জায়গা থেকে নামতে পারছে না ফলে আরো খারাপ কাজ জামায়াত করবে, দেশবাসী দেখবে।
তিনি বলেন, আপনাদের শরীরের ওপর যে কাদা সেটা আপনারা মোচন করতে পারেননি। এইবার ডেমোক্রেসিতে আমরা আগের সেই স্লোগান আনতে চাই না। আমরা গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই থাকতে চাই।
সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি সুরটা ভিন্ন না করে একই সুরে কিভাবে ড. ইউনূস একটা ভালো ভোট করতে পারে এবং সেই ভোটের মাধ্যমে কিভাবে এখানে নেতৃত্ব আসতে পারে সেই রাস্তাটা আমরা তৈরি করি।
তিনি আরো বলেন, কনসার্ন যারা আছে দল বা প্রশাসন সবারই উচিত কীভাবে একটা সুন্দর সুষ্ঠু ভোট হতে পারে তার প্রয়োজনীয় পদক্ষেপগুলো এখন থেকে নেওয়া। যাতে জনগণ আস্থায় আসে আসলে একটা ভালো ভোট হতে যাচ্ছে।
এফপি/ টিএ