মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো গোলের দেখা পেলেন সাবেক টটেনহাম অধিনায়ক সন হিউং-মিন এবং সাবেক বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড থমাস মুলার।
দক্ষিণ কোরিয়ার তারকা সন (৩৩) লস এঞ্জেলেস এফসির হয়ে এফসি ডালাসের বিপক্ষে মাত্র ৬ মিনিটের মধ্যে চমৎকার এক ফ্রি-কিক থেকে গোল করেন। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। প্রিমিয়ার লিগে ১০ বছরের সফল যাত্রার পর প্রায় ২০ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে লস এঞ্জেলেসে যোগ দিয়েছিলেন তিনি। গোলের পর সন বলেন, “আমি খুশি যে এমএলএস এবং এলএএফসির হয়ে প্রথম গোল করতে পারলাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনটি পয়েন্ট অর্জন করা, যা আমরা করতে পারিনি। দলের সঙ্গে ভালোভাবে খাপ খাওয়াতে কিছুটা সময় লাগবে। কেবল দুই সপ্তাহ হয়েছে, তবুও প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”
অন্যদিকে, জার্মান ফরোয়ার্ড মুলার (৩৫) ভ্যানকুভার হোয়াইটক্যাপসের হয়ে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-২ রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন। ২৫ বছরের বায়ার্ন মিউনিখের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর এই গ্রীষ্মে নতুন ক্লাবে যোগ দেওয়া মুলার প্রথম স্টার্টেই দলের অধিনায়কত্ব পান, যদিও গত সপ্তাহে তিনি বদলি হিসেবে খেলেছিলেন। গোলের পর মুলার জানান, “শেষ গোল করতে পারা দর্শকদের সামনে অসাধারণ অনুভূতি ছিল।”
এসএস/টিকে