লা লিগার নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে দীর্ঘ ২৪ বছর পর লা লিগায় ফিরে আসা রিয়াল ওভেইদার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। স্তাদিও কার্লোস তারতিয়েরেতে আজ রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। দীর্ঘ সময় পর লা লিগায় প্রত্যাবর্তন করা এই দলের বিপক্ষে জয় ধরে রাখতে মুখিয়ে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
নতুন মৌসুমের শুরুটা মাদ্রিদের জন্য প্রত্যাশিতভাবে হয়েছে। গত মৌসুমের ব্যর্থতাগুলো পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়ানোর মিশন শুরু করেছে লস ব্ল্যাঙ্কোসরা। সেই মিশনে বিশেষভাবে নজর থাকবে রিয়ালের গুরু শাবি আলোনসোর ওপর, যাকে ঘিরে ভক্তরা নতুন পুরনো মাদ্রিদ দেখতে মুখিয়ে রয়েছেন।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, লা লিগার ট্রফি এবং ক্লাব বিশ্বকাপে সাফল্য হয়নি মাদ্রিদের। নতুন মৌসুমে তারা শুরু থেকেই সিরিয়াস। মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনার বিপক্ষে জয় তুলে নিয়েছে দলটি। এবারও তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে খেলতে নেমেও নিজেদের গুছিয়ে নিয়েছে রিয়াল। তবে এই ম্যাচে কোচ পাচ্ছেন না কামাভিঙ্গা, মেন্ডি, বেলিংহ্যাম ও এন্ড্রিককে। তাই কোচের ভরসার জায়গায় থাকবেন এমবাপ্পে, ভিনিসিউস, মাস্তানতুয়ানো, চুয়ামিনি ও ভালভার্দেরা। নিষেধাজ্ঞা শেষে ফিরছেন রুডিগার। সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা রয়েছে কোচের।
শাবি আলোনসো বলেছেন, “ওভেইদার বিপক্ষে এই ম্যাচ আমাদের জন্য স্পেশাল। লা লিগায় জয়ের ধারা বজায় রাখতে হলে এই ম্যাচও জিততে হবে। আমাদের চেষ্টা থাকবে ভালো পারফর্ম করার। দলের প্রত্যেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ। স্কোয়াডের সবাই ভালো অবস্থানে আছে। ক্লাব বিশ্বকাপের পর থেকে স্কোয়াড গোছানোর জন্য বেশি সময় পাইনি, তবে ধীরে ধীরে আমরা গুছিয়ে উঠছি।”
এসএস/টিকে