নিত্যনতুন পোশাক আর অদ্ভুত ফ্যাশন এক্সপেরিমেন্টে সবসময় চর্চায় থাকেন মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। গত জুলাই মাসে ফের আলোচনায় আসেন তিনি নিজের লুক নিয়ে। লিপ ফিলার সরানোর পর ফুলে ওঠা ঠোঁট-মুখ দেখে চমকে গিয়েছিল নেটিজেনরা। এবার আবারও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খোলামেলা মন্তব্য করলেন উরফি।
সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘এখন নিজের মুখ দেখে মনে হয় ফিলার করানোর কোনও প্রয়োজনই ছিল না। অকারণে এত বছর ধরে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি। নিজের মুখ দেখলেই মনে হয় অহেতুকই খরচ করেছি।’’
সেই পোস্টে হলুদ পোশাকে ধরা দিয়েছেন উরফি। ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়। এর আগে ফিলার সরানোর প্রক্রিয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন, নতুন করে আবার ফিলার করাচ্ছেন তিনি। তবে উরফি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, নতুন কিছু নয়, বরং পুরনো ফিলার সরিয়েই স্বাভাবিক চেহারায় ফিরতে চাইছেন।
ফ্যাশন কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত সবকিছু নিয়েই উরফি জাভেদ সবসময় সরব থাকেন। এবারও নিজের অভিজ্ঞতা খোলাখুলি জানিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি।
এমকে/এসএন