দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টোয়েন্টির নতুন আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। আসর শুরুর এখনো চার মাস বাকি থাকলেও দলগুলো ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বড় সিদ্ধান্ত নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার সৌরভ গাঙ্গুলি।
এতদিন প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন ইংল্যান্ডের জনাথন ট্রট। তবে আসন্ন মৌসুম শুরুর আগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে দলটি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আগেই সম্পর্ক ছিল ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে
প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিকানা প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টস। এখানেই আগে থেকে ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছিলেন সৌরভ গাঙ্গুলি। এবার সেই প্রশাসনিক ভূমিকায় পরিবর্তন এনে সরাসরি মাঠের ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে চলেছেন তিনি।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে কোচিংয়ে পথচলা শুরু করেন গাঙ্গুলি। তবে বেশি দিন সে দায়িত্বে থাকা হয়নি। শিগগিরই তিনি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদে আসীন হন।
বিসিসিআইয়ের দায়িত্ব শেষ হওয়ার পর জেএসডব্লিউয়ের ক্রিকেট পরিচালক হিসেবে ফের ক্রিকেটে যুক্ত হন তিনি। এবার সেই অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের মতো সরাসরি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রধান কোচের আসনে বসতে চলেছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।
এসএস/টিকে