কয়েক দফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করলেন ‘নন্দিনী’ সিনেমার পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
প্রথমে চলতি বছরের আগস্টে মুক্তির কথা থাকলেও কোটা আন্দোলন ঘিরে দেশের উত্তাল পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। অবশেষে দর্শকদের জন্য সুখবর জানালেন নির্মাতা। তিনি বলেন “আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। সব ঠিক থাকলে ওই দিন থেকেই প্রেক্ষাগৃহে ‘নন্দিনী’ দেখতে পাবেন দর্শকরা। এখন থেকে আমরা ট্রেলার, গানসহ নিয়মিত প্রচারে থাকব। কারণ, হাতে আর বেশি সময় নেই। আমরা চাই দর্শক হলে এসে সিনেমাটি উপভোগ করুক।
পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া আরও আছেন-ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ অনেকেই।
সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। তবে শিডিউল সংকট ও নানা জটিলতায় একাধিকবার শুটিং বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় করোনাকাল। দীর্ঘ বিরতির পর সিনেমাটির বাকি কাজ সম্পন্ন হয়। পরে পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে মুক্তির প্রস্তুতি নেন পরিচালক।
২০২৩ সালে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেলেও রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং দুই ঈদকে কেন্দ্র করে মুক্তির সিদ্ধান্ত কয়েক দফায় পিছিয়ে যায়। চলতি বছরের ২ আগস্ট মুক্তির ঘোষণা দেওয়া হলেও সেটিও সম্ভব হয়নি।
অবশেষে সব প্রতিকূলতা কাটিয়ে ১২ সেপ্টেম্বর ২০২৫ মুক্তির তারিখ চূড়ান্ত হলো ‘নন্দিনী’র।
এসএস/এসএন