বলিউড অভিনেত্রী মালাভিকা মোহনন সম্প্রতি 'WeWomenWant' কনক্লেভে ‘শক্তি’ অ্যাওয়ার্ড অর্জন করে সকলের নজর কেড়েছেন। কালো রঙের চোখ ধাঁধানো পোশাকে তিনি পর্দায় একটি অনন্য আত্মবিশ্বাসী উপস্থিতি তৈরি করেছেন। অনুষ্ঠানটি আরও স্মরণীয় হয়ে ওঠে যখন তাকে সম্মান জানান শাশী থারুর, যার উপস্থিতি রাতের পরিবেশকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে।
মালাভিকা এবং থারুরের সংক্ষিপ্ত মলয়ালম আলাপ হাস্যরসের সঙ্গে মিশে দর্শকদের একটি অনন্য সাংস্কৃতিক মুহূর্ত উপহার দেয়। তাদের কথোপকথনের মধ্য দিয়ে পর্দায় দেখা যায় ক্ষমতা, স্টাইল এবং ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন। মালাভিকার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং থারুরের সৌজন্যপূর্ণ আচরণ পুরো অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দিয়েছে।
এবারের অনুষ্ঠানটি শুধুই অ্যাওয়ার্ড প্রদান নয়, বরং বলিউড ও আন্তর্জাতিক সাংস্কৃতিক সংযোগের একটি মহৎ উদাহরণ হিসেবেও মনে করা হয়েছে। দর্শকরা মালাভিকার ভিন্নধর্মী আত্মবিশ্বাস ও থারুরের উদারতা একসাথে দেখতে পেয়ে মুগ্ধ হয়েছেন।
এফপি/ এস এন