বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, কিছু ইসলামিক ও নতুন রাজনৈতিক দল নিজেদের স্বার্থ রক্ষার জন্য ষড়যন্ত্র করছে। তারা জানে, যদি দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, কোনো আসনও তারা পাবে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুর-২ এ ১৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, “এইসব ইসলামিক ও নতুন দল শুধু নিজেদের স্বার্থে রাজনীতি করে, দেশের মানুষের উন্নয়ন কিংবা কল্যাণে নয়। তারা বিদেশি শক্তির প্ররোচনায় ‘পিআর পদ্ধতি’র কথা তুলছে। অথচ বাংলাদেশের প্রেক্ষাপট ও সংবিধানে এর কোনো স্থান নেই। জনগণও এই পদ্ধতি সম্পর্কে জানে না। তাই কখনোই এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না।”
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর ধরে দেখেছি কে কোথায় ছিল, কে কী করেছে। ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আমরা ধৈর্যশীল ও সহনশীলভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।”
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। জনগণের সমস্যার কথা শুনতে হবে, যেটা সম্ভব সমাধান করতে হবে। আর যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, সে বিষয়ে অঙ্গীকার করতে হবে যে বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে।”
এসময় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক সতর্ক করে বলেন, “আমরা ১৭ বছর ধরে রাজপথে লড়াই করেছি গণতন্ত্র ফিরিয়ে আনতে, শহীদের রক্ত ঝরেছে প্রতিটি রাজপথে। এখন যদি আমরা স্বৈরাচারের মতো ভুল করি, তবে জনগণ আমাদের ধিক্কার দেবে। তাই কোনো অবস্থাতেই সেই ভুল করা যাবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা- ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দারুসসালাম থানা বিএনপির আহবায়ক এস এ সিদ্দিক সাজু ছাড়াও মহানগর উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন আব্দুল, হাফিজুর রহমান শুভ্র, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক সাব্বির দেওয়ান জনি, মিরপুর থানা যুবদলের সভাপতি মোঃ শাকিল মোল্লাসহ প্রমুখ বক্তব্য রাখেন।
ইউটি/টিএ