ব্রাজিল স্কোয়াডে না থাকায় নীরবতা ভাঙলেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবলের বাইরে প্রায় দুই বছর হতে চলল। ২২ মাস পর তার জাতীয় দলে ফেরার আগমুহূর্তেই ফের পড়েছেন দুর্ভাগ্যের চোটে। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। যা নিয়ে তিনি এখনও প্রতিক্রিয়া দেখাননি। তবে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে নিজের ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ স্টোরি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সান্তোসের অনুশীলনে ঊরুতে চোট ধরা পড়ে নেইমারের। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে সান্তোস। সেই চোটই ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও আগস্টের শেষ নাগাদই সান্তোসের ক্যাম্পে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবুও ব্রাজিল কোচ পূর্ণ ফিট খেলোয়াড়দের তার স্কোয়াডে চান।



এদিকে, সান্তোসের ক্যাম্পে ফেরার আগে জিমে চোট পুনর্বাসন শুরু করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে সেসব ছবির সঙ্গে একটি ক্যাপশন দিয়েছেন এই সেলেসাও তারকা, ‘লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। আপনি যদি চূড়ান্ত লক্ষ্যে না–ও পৌঁছাতে পারেন, তবুও যারা বাধা খুঁজে বের করে তা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে।’

বিশ্বকাপ বাছাইয়ে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। যার জন্য দল ঘোষণার সময় নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছিল গত সপ্তাহে। বাছাইপর্বে আমরা শেষ দুটি ম্যাচ খেলব এবং এই ম্যাচগুলো ভীষণ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন, যারা সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে পারবে। বাছাইপর্বের ধাপটা আমরা ভালোভাবে শেষ করতে চাই।’

একইসঙ্গে নেইমারকে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই বলেও মনে করেন ব্রাজিলের এই ইতালিয়ান কোচ, ‘নেইমারকে নতুন করে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। আমরা তাকে যেভাবে জাতীয় দলকে সাহায্য করতে দেখে এসেছি, সেজন্য তাকে সেরা অবস্থায় পেতে হবে।’

একইভাবে ব্রাজিলের স্কোয়াডে রদ্রিগোর অনুপস্থিতির প্রসঙ্গও তোলা হয় আনচেলত্তির সামনে। জবাবে তিনি খেলোয়াড়দের ডাক পাওয়ার নেপথ্যে পূর্ণ ফিট থাকার শর্তটি স্মরণ করিয়ে দিয়েছেন।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
যশবর্ধনের ছবি সাইয়ারার চেয়েও ভালো হবে, দাবি সুনীতা আহুজার Aug 28, 2025
img
সুপারস্টার রজনীকান্তের জীবনকাহিনী থেকে আসছে বায়োপিক! Aug 28, 2025
img
জন আব্রাহামের ‘তেহরান’ জি৫-এ গড়ল দ্রুততম রেকর্ড Aug 28, 2025
img
জন্মদিনেই মুক্তি পেতে যাচ্ছে রাম চরণের ‘পেড্ডি’ Aug 28, 2025
img
‘ব্রিজ’-এ মাধবনের সঙ্গে জুটি বাঁধলেন রাশী খান্না Aug 28, 2025
img
আখণ্ডা ২-এর পর এবার আদিত্য ৯৯৯ এর প্রস্তুতিতে বালাকৃষ্ণ Aug 28, 2025
img
বছরে টাকা ছাপানো-বিতরণে ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর Aug 28, 2025
img
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Aug 28, 2025
img
শাহবাগে যান চলাচল শুরু Aug 28, 2025
img
আলিয়াকে খোঁচা দিয়ে সমালোচনার মুখে পায়েল Aug 28, 2025
img
বৃহস্পতিবার দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের Aug 27, 2025
img
সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা Aug 27, 2025
img
মোরসালিন-কিউবাদের অনুশীলনে আবারও ক্যাবরেরা Aug 27, 2025
img
পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে : বুলু Aug 27, 2025
img
দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের Aug 27, 2025
img
ইয়াবাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার গ্রেফতার Aug 27, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করলেন ডিএমপি কমিশনার Aug 27, 2025
img
রাতের বেলা গায়েবি নোটিশ আসে : সাদিক কায়েম Aug 27, 2025
img
দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা Aug 27, 2025
img
গাজা পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসছেন ট্রাম্প Aug 27, 2025