ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই এবং অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন থ্রি হুইলারচালক ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৪৬) ও থ্রি হুইলারে থাকা যাত্রী উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন (৫০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উল্টোপথে যাওয়া ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেন দিয়ে যাওয়া থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারচালক আব্দুল মতিন নিহত হন। থ্রি হুইলারে থাকা যাত্রী ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসে কর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্যক্তির কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়, যা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকে/টিএ