ইতালির দল ঘোষণায় চমক, লিওনিসহ নতুন ৩ মুখ!

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির অবস্থান খুব একটা ভালো নয়। আগামী ৬ সেপ্টেম্বর এস্তোনিয়া ও ৮ সেপ্টেম্বর ইসরাইলের বিপক্ষে পা হরকালেই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ইতালি। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি সামনে রেখে দল ঘোষণা করেছেন জেনারো গাত্তুসু। ইতালির দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম দল ঘোষণা।

বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চলে ইতালি রয়েছে ‘আই’ গ্রুপে। ২ ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে আজ্জুরিরা আছে গ্রুপের তিন নম্বরে। এক ম্যাচ বেশি খেলা ইসরাইল ৬ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। আর ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে এস্তোনিয়া। শীর্ষে থাকা নরওয়ের পয়েন্ট ৪ ম্যাচে ১২।

আগের দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তাই এবার যেকোনো মূল্যেই হোক বিশ্বকাপে তাদের সুযোগ পেতেই হবে। সে কারণে গত জুনে দলের কোচও পরিবর্তন করে ইতালি। দেশটির সাবেক ফুটবলার জেনারো গুত্তুসুর কাঁধেই দেন গুরু দায়িত্ব।
  


দলের দায়িত্ব নেওয়ার পর শুক্রবার (২৯ আগস্ট) প্রথমবারের মতো দল ঘোষণা করলেন জেনারো গাত্তুসু। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নতুন তিন ফুটবলার। তার মধ্যে বড় চমক লিভারপুলের ১৮ বছর বয়সী সেন্টার ব্যাক জিওভানি লিওনি। ইতালি দলে প্রথমবারের মতো ডাক পাওয়া আরও দুই ফুটবলার হলেন- ইন্টার মিলানের ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এসপোসিতো এবং বোলোগনার মিডফিল্ডার জিওভান্নি ফ্যাবিয়ান।

চলতি মাসেই পারমা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন লিওনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ৬ বছরের। গত মৌসুমে সিরি আ-তে পার্মার হয়ে ১৭ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ইতালির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এবার ইতালির মূল দলের হয়ে মাঠে নামার অপেক্ষাও হয়ত ফুরোতে যাচ্ছে।

বাছাই পর্বের ম্যাচে ৬ সেপ্টেম্বর এস্তোনিয়ার বিপক্ষে খেলবে ইতালি। এরপর ৯ সেপ্টেম্বর ইসরাইলের বিপক্ষে মাঠে নামবে আজ্জুরিরা। এস্তোনিয়ার বিপক্ষে ইতালি ম্যাচ খেলবে তাদের ঘরের মাঠে। এবং পরের ম্যাচ ইসরাইলের বিপক্ষে তারা খেলবে হাঙ্গেরিতে। বিশ্বকাপে খেলতে এ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিশ্বকাপ বাছাই পর্বে এস্তোনিয়া ও ইসরাইলের বিপক্ষে ইতালির স্কোয়াড:

গোলরক্ষক: মার্কো কার্নেসেচ্চি (আটালান্টা), জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি), অ্যালেক্স মেরেট (নাপোলি), গুগলিয়েলমো ভিকারিও (টটেনহ্যাম)।
ডিফেন্ডার: আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), রাউল বেলানোভা (আটালান্টা), রিকার্ডো ক্যালাফিওরি (আর্সেনাল), আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো (জুভেন্টাস), জিওভান্নি ডি লরেঞ্জো (নাপোলি), ফেদেরিকো দিমারকো (ইন্টার মিলান), ফেদেরিকো গাট্টি (জুভেন্টাস), জিওভানি লিওনি (লিভারপুল), জিয়ানলুকা মানচিনি (এএস রোমা)।
মিডফিল্ডার: নিকোলো বারেলা (ইন্টার মিলান), জিওভানি ফ্যাবিয়ান (বোলোগনা), ডেভিড ফ্রাত্তেসি (ইন্টার মিলান), ম্যানুয়েল লোকেটেলি (জুভেন্টাস), নিকোলো রোভেল্লা (ল্যাজিও), সান্দ্রো টোনালি (নিউক্যাসল)।
ফরোয়ার্ড: ফ্রান্সেস্কো পিও এস্পোসিটো (ইন্টার মিলান), ময়েসে কেন (ফিওরেন্টিনা), ড্যানিয়েল মালদিনি (আটালান্টা), রিকার্ডো ওরসোলিনি (বোলোগনা), মাত্তেও পলিতানো (নাপোলি), গিয়াকোমো রাসপাদোরি (অ্যাতলেটিকো মাদ্রিদ), মাতেও রেতেগুই (আল কাদসিয়া), জিয়ানলুকা স্কামাক্ক (আটালান্টা), মাত্তিয়া জাকাগনি (ল্যাজিও)।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দিল্লি সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান Nov 14, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৯২৩ জন Nov 14, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 14, 2025
মোস্ট ওয়ান্টেড থেকে হোয়াইট হাউস: শারার ঐতিহাসিক সফর Nov 14, 2025
ভারত চীনের সীমান্তে লাদাখে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন Nov 14, 2025
img
পর্তুগালের হয়ে প্রথম লাল কার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর, আইরিশদের বিপক্ষে হার Nov 14, 2025
যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি! Nov 14, 2025
জন্মদিনের রেশ কাটতেই রাজকীয় লুকে মিম Nov 14, 2025
“এই মন তোমাকে দিলাম” গানের এক মুহূর্তেই বিতর্কে পরী Nov 14, 2025
খোয়াবনামায় মিলিয়ন ভিউ, অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন তৌসিফ Nov 14, 2025
হাসিমুখে প্রেম প্রকাশ, উচ্ছ্বসিত রাশমিকা Nov 14, 2025
হামজার গোলটা ক্লাসিক, বাংলাদেশের খেলার উন্নতি হয়েছে: ক্রীড়া উপদেষ্টা আসিফ Nov 14, 2025
img
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু আজ Nov 14, 2025
img
চুয়াডাঙ্গায় ২০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান Nov 14, 2025
img
জাবিতে আ. লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ Nov 14, 2025
img
১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল ফ্রান্স Nov 14, 2025
img
শ্রীলঙ্কাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস পাকিস্তান সেনাপ্রধানের Nov 14, 2025
img
১২ দিনে রেমিট্যান্স এল ১৩৪৬ মিলিয়ন ডলার Nov 14, 2025
img
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Nov 14, 2025
img
যক্ষ্মায় সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় আছে বাংলাদেশও Nov 14, 2025