বিয়ের আগের শেষ দিনগুলো জমকালো ব্যাচেলরেট পার্টিতে কাটালেন সেলেনা গোমেজ। সমুদ্রের ঢেউ, রোদ আর ঝলমলে সাজে মেক্সিকোর কাবো সান লুকাসে বন্ধুবান্ধবদের সঙ্গে ধুমধাম করে সেলিব্রেট করলেন হবু কনে। শিগগিরই সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করতে যাচ্ছেন ৩৩ বছরের এই গায়িকা ও অভিনেত্রী।
সেলেনার ব্যাচেলরেট পার্টিতে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু র্যাকোয়েল স্টিভেন্স, অ্যাশলে কুক, কোর্টনি লোপেজ ও কাজিন প্রিসিলা মেরি সহ আরও কয়েকজন। ভক্তদের অনেকেই আশা করেছিলেন, টেলর সুইফটকেও দেখা যাবে সেখানে। তবে সুইফট ব্যস্ত ছিলেন নিজ জীবনের বড় মুহূর্তে—কারণ এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি সম্প্রতি তাকে প্রপোজ করেছেন। যদিও বিয়ের অতিথি তালিকায় টেলরের নাম নিশ্চিত।
পার্টির আসল আকর্ষণ ছিল সেলেনার পোশাক। মুক্তোর হাল্টার ড্রেসের সঙ্গে লম্বা ভেইল, যাতে লেখা ছিল “ব্রাইড টু বি।” পাশাপাশি পরেছেন সাদা বিকিনি, স্বচ্ছ নেট ড্রেস, আবার কখনও ক্যাজুয়াল ট্যাঙ্ক টপ ও শর্টস। ইয়টে রোদ পোহানো, সৈকতে ক্যান্ডেললাইট ডিনার, আর বন্ধুদের সঙ্গে বেনি ব্ল্যাঙ্কোর মুখোশ পরে মজা—সব মিলিয়ে দারুণ রঙিন মুহূর্তে ভরপুর ছিল উইকএন্ড।
সেলেনার স্যুইট সাজানো হয়েছিল হার্ট-শেপড বেলুন ও সিলভার লেটারে লেখা “মিসেস লেভিন”—বেনির আসল নাম বেঞ্জামিন লেভিনের প্রতি ইঙ্গিত। এক ভিডিওতে সেলেনাকে দেখা যায় কেটি পেরির গান টিনেজ ড্রিম-এর সুরে নাচতে।
হালকা মুহূর্তও কম ছিল না, পায়জামা পার্টি, ওয়েডিং ক্র্যাশারস দেখা, অদ্ভুত সব গানে নাচ, এমনকি আঙুলে রিং পপ পরে পোজ দিয়েছেন হবু কনে।
২০২৪ সালের ডিসেম্বরে বাগদান সেরে ফেলেছিলেন সেলেনা-বেনি। তখন থেকেই টানা আড়াই বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন দু’জন। যেখানে সেলেনা বিয়ের আগে বান্ধবীদের সঙ্গে কাবোয় কাটালেন সময়, সেখানে বেনি ছিলেন লাস ভেগাসে, বিলাসবহুল ভিলায়।
চলতি বছরের সেপ্টেম্বরে হবে তাদের বিয়ে। ঘনিষ্ঠ বন্ধু আর পরিবারের উপস্থিতিতে ছোট পরিসরের অনুষ্ঠানের পরিকল্পনা চলছে। কোথায় আয়োজন হবে, আর কারা থাকবেন অতিথি তালিকায়—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এসএন