পাঞ্জাবি সংগীতপ্রেমীদের জন্য সুখবর। কেবল কারান আওজলার ‘পি-পপ’ অ্যালবাম নয়, এবার তারা অপেক্ষা করতে পারেন আরও এক বৃহৎ আড্ডার জন্য—ইয়ো ইয়ো হানি সিংয়ের নতুন অ্যালবাম ‘৫১ গ্লোরিয়াস ডেজ’। এটি হানি সিংয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম হিসেবে মুক্তি পাচ্ছে। সম্প্রতি তিনি অ্যালবামের শীর্ষ গান ‘মাফিয়া’-এর টিজার প্রকাশ করেছেন।
টিজারে দেখা যায় হানি সিং দ্রুতগতির একটি বোটে ভ্রমণ করছেন। এরপর দেখানো হয় তাঁর ‘ক্রু’-র সঙ্গে সময় কাটানো, অভিনেত্রী নারগিস ফাখরির উপস্থিতি, ভিন্টেজ গাড়ি, বিপজ্জনক বন্দুক ও চমৎকার ভিলার দৃশ্য। মিউজিক ভিডিওটি রহস্যময়, দর্শকের কল্পনার উপর নির্ভর করে মূল গানটি কেমন শোনাবে তা এখনও প্রকাশ করা হয়নি।
ভিডিওতে হানি সিং একজন নির্মম গ্যাং লিডার হিসেবে উপস্থিত, যিনি একটি অপরাধ সংস্থার শীর্ষে। এক দৃশ্যে তিনি টেবিলের মাথায় বসে আছেন, আর প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যরা তাদের মতামত ব্যক্ত করার চেষ্টা করলেও তাড়াতাড়ি চুপ করে দেওয়া হচ্ছে।
গত বছরের আগস্টে মুক্তি পেয়েছিল তাঁর শেষ অ্যালবাম ‘গ্লোরি’। এরপর ডিসেম্বর ২০২৪-এ মুক্তি পেয়েছে তাঁর জীবনভিত্তিক নেটফ্লিক্স ডকুমেন্টারি Yo Yo Honey Singh: Famous। এখন ‘৫১ গ্লোরিয়াস ডেজ’ হবে তাঁর প্রথম অ্যালবাম সেই ডকুমেন্টারির পর।
হানি সিং সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচ্ছদও প্রকাশ করেছেন, যেখানে নারগিস ফাখরির সঙ্গে তিনি রয়েছেন। ক্যাপশনে উল্লেখ করেছেন, “‘মাফিয়া’ আমার অ্যালবামের শীর্ষ গান, ‘৫১ গ্লোরিয়াস ডেজ’, যা ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। একই দিনে ৫১টি গান একসঙ্গে প্রকাশিত হবে। দিনটি সংরক্ষণ করুন, ইন্টারনেট কাঁপিয়ে দিন।”
৫১টি ট্র্যাক থাকার কারণে এটি পাঞ্জাবি সংগীতের ইতিহাসের একটি অন্যতম বৃহৎ প্রকল্প হিসেবে বিবেচিত হবে। এছাড়া এতে অন্তর্ভুক্ত হতে পারে বহু প্রত্যাশিত অ্যালবাম International Villager 2-এর গান, যা কখনও প্রকাশ পায়নি।