জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমান হারে বৃত্তি বণ্টনের নির্দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) পরীক্ষার ফলের ভিত্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তির কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে ছাত্র-ছাত্রীদের সমান হারে বৃত্তি বণ্টনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সই করা অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ববর্তী নির্দেশনার আলোকে রাজস্ব খাতভুক্ত বৃত্তির সংখ্যা, কোটা ও টাকার পরিমাণ নতুন করে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্নাতক (সম্মান) পর্যায়ে ১৮টি মেধাবৃত্তি এবং ৩৭৫টি সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধাবৃত্তির মাসিক হার নির্ধারণ করা হয়েছে এক হাজার ১২৫ টাকা এবং এককালীন বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, সাধারণ বৃত্তির মাসিক হার হবে ৮০০ টাকা এবং এককালীন অনুদান ৯০০ টাকা। এসব বৃত্তি এক বছরের জন্য কার্যকর থাকবে।

আর স্নাতক (পাস) পর্যায়ে ৯টি মেধাবৃত্তি এবং ৩০০টি সাধারণ বৃত্তি নির্ধারণ করা হয়েছে। মেধাবৃত্তির মাসিক হার হবে ১ হাজার ৫০ টাকা এবং বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। অন্যদিকে সাধারণ বৃত্তির মাসিক হার নির্ধারণ করা হয়েছে ৩৭৫ টাকা এবং এককালীন অনুদান ৬০০ টাকা। এ বৃত্তির মেয়াদ দুই বছর। সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতিটি জেলায় ২ জন ছাত্র ও ২ জন ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। অবশিষ্ট ৪৪টি বৃত্তি মেধার ভিত্তিতে বণ্টন করা হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের অনুপাতে মেধা ও সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে সেই আসন ছাত্রদের দেওয়া যাবে।

পাশাপাশি বৃত্তি ভোগের জন্য শিক্ষার্থীকে অবশ্যই উচ্চতর শ্রেণিতে ভর্তি হতে হবে।

মাউশি জানিয়েছে, বৃত্তির ব্যয় চলতি অর্থবছরের রাজস্ব বাজেট থেকে নির্বাহ করা হবে। একইসঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে তা মহাপরিচালকের দপ্তরে পাঠাতে হবে। গেজেট প্রকাশের পর নির্ধারিত এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য সঠিকভাবে এন্ট্রি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্য এন্ট্রির ক্ষেত্রে বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংক হিসাব খোলা, নাম ও ব্যাংক অ্যাকাউন্টে অভিন্নতা বজায় রাখা, এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ ইত্যাদি) ব্যবহার না করা এবং তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো ভুল বা অনিয়ম হলে প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন বলেও জানানো হয়েছে।

এছাড়া, অফিস আদেশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

পুতিন-মোদি এক গাড়িতে, ট্রাম্পের কাছে পাঠানো বার্তা স্পষ্ট Sep 01, 2025
img
এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা Sep 01, 2025
img
হাঁটতে হাঁটতে আলোচনায় মোদি-পুতিন, উপেক্ষিত শেহবাজ! Sep 01, 2025
img
আবারও কনসার্টে দেখা যাবে নোবেলকে Sep 01, 2025
হাসিমুখে কোলাকুলিতে নতুন বার্তা দিলেন মোদি-পুতিন | Sep 01, 2025
img
কঠিন সময়েও রাশিয়া ও ভারত একসাথে আছে: মোদি Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে উত্তাল ঢাবি Sep 01, 2025
img

আইনজীবী শিশির মনির

হাইকোর্টের রায় স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই Sep 01, 2025
img
পুতুলের বিরুদ্ধে প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক Sep 01, 2025
img
নির্ধারিত সময়েই ডাকসু হতে হবে : আবিদুল ইসলাম Sep 01, 2025
img
জটিল রোগে ভুগছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী Sep 01, 2025
অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, সকাল থেকে হল ছাড়ছেন শিক্ষার্থীরা Sep 01, 2025
img
মানুষ অনেক কিছু বলবে -সে এমন, সে তেমন : নুসরাত ফারিয়া Sep 01, 2025
img
সানি সংস্কারি কি তুলসি কুমারীর প্রথম গান বিজুরিয়া টিজার প্রকাশ Sep 01, 2025
img
প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের Sep 01, 2025
img
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Sep 01, 2025
img
অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন Sep 01, 2025
img
ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট Sep 01, 2025
img
মুঞ্জা টু-তে এবার থাকছে প্রতিভা রান্তা, শুটিং শুরু এ বছরেই Sep 01, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অটল অবস্থানে জামায়াত Sep 01, 2025