ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সে সময় হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন নুর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখেছি, এখনও নুরের নাক দিয়ে রক্ত পড়ছে। কাশি দিলে রক্ত বের হচ্ছে। কথা বলতে পারছেন না।’
তাও কষ্ট করে দু-একটি কথা নুর বলেছেন বলে জানান রাশেদ। নুর বলেছেন, ‘ভাই আমার খুব কষ্ট হচ্ছে’।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণঅধিকারের নেতৃবৃন্দ এবং নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকের কথা উল্লেখ করে রাশেদ বলেন, তিনি (ড. ইউনূস) হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, যে ছেলে আওয়ামী লীগের আমলে এতবার মার খেলো, সে আমাদের সময়েও এভাবে হামলার শিকার হলো!
নুরের স্ত্রী লুনা বলেন, প্রধান উপদেষ্টা দুঃখপ্রকাশ করে দোষীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন। তাকে দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শও দেন তিনি। বলেছেন, চিকিৎসার জন্য নুরকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এছাড়া অন্যান্য প্রয়োজনেও নুরের পাশে থাকবে সরকার।
বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান উপস্থিত ছিলেন বলে জানান গণঅধিকার নেতৃবৃন্দ।
ইউটি/টিএ