গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় এক সদস্যের একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার গেটে এক ব্রিফিংয়ে এ কথা জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যমুনায় নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার এবং নুরের দুজন সহযোদ্ধার সঙ্গে কথা বলেছেন। নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বলেছেন। এ হামলার ঘটনা অন্তত দুঃখজনক বলেছেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব বলেন, সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।
এমকে/এসএন