দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালানো হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে রাতের আঁধারে চালানো এ অভিযানে ৭৭০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে প্রায় ৪০০ জনই বাংলাদেশি।
স্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় “অপস বেলাঞ্জা” নামের অভিযানে অংশ নেয় অভিবাসন বিভাগের ১০৬ জন কর্মকর্তা। অভিযানটি নেতৃত্ব দেন বিভাগের পরিচালক বাসরি ওসমান। মাত্র দুই ঘণ্টার অভিযানে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত ওই এলাকা পরিণত হয় লকডাউন জোনে।
অভিযানের সময় তিন ব্লকের প্রতিটি প্রবেশপথ ঘিরে ফেলা হয়। শত শত অভিবাসী দোকানের ভেতরে, টেবিলের নিচে কিংবা ছাদে উঠে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন। মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, এর মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়।
গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ৩৯৬ জন- ৩৯৪ জন পুরুষ এবং ২ জন নারী। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন এবং ইন্দোনেশিয়ার ১৯ জনকে আটক করা হয়েছে। আরও ৯ জন আটক হয়েছেন বিভিন্ন দেশ থেকে।
অভিযান চলাকালে একটি গোপন জুয়ার আসরও খুঁজে পায় কর্তৃপক্ষ। সেখানে অনলাইন জুয়া খেলছিল সাত-আটজন বিদেশি, তাদেরও আটক করা হয়।
অভিবাসন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের বেশিরভাগেরই মেয়াদোত্তীর্ণ ভিসা, বৈধ কাগজপত্র নেই অথবা অনুমতি ছাড়া কাজ করছিলেন। বাসরি ওসমান বলেন, “বুকিত বিনতাং অনেকদিন ধরেই হটস্পট। নাইটলাইফ ও শহরের কেন্দ্রে অবস্থানের কারণে অনিবন্ধিত শ্রমিকরা এখানে ভিড় জমায়। তিন সপ্তাহ পর্যবেক্ষণের পর অভিযান চালানো হয়।”
আটকদের প্রথমে পুত্রজায়ার অভিবাসন দপ্তরে নেওয়া হবে, পরে তাদের আটককেন্দ্রে পাঠানো হবে। অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হবে, যাতে মালিকরা অনুমোদিত কোটার বাইরের বিদেশি কর্মী নিয়োগ না করেন।
এসএস/এসএন