যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর শিকাগোয় অপরাধ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা যাচ্ছি। আমি বলিনি কখন, তবে আমরা যাচ্ছি।’
তবে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন তাৎক্ষণিকভাবে এই ঘোষণার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তিনি (ট্রাম্প) আসলে নিজের গোপন পুলিশ বাহিনী চান। যখন তার জনপ্রিয়তা কমে যাবে, যখন অর্থনীতির অগ্রগতি থেমে যাবে, বা যখনই তিনি নিজের ব্যর্থতা ঢাকতে নতুন কোনো নাটকীয় বিষয় খুঁজবেন-তখন এসব পাবলিসিটি স্ট্যান্ট করবেন।’
এর কয়েক ঘণ্টা আগে ক্যালিফোর্নিয়ায় অপরাধ দমনে সামরিক বাহিনী ব্যবহার ঠেকাতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে একটি ফেডারেল আদালত অবৈধ ঘোষণা করে। যদিও ওই রায় কেবল ক্যালিফোর্নিয়ার জন্য প্রযোজ্য, বিচারক তার রায়ে উল্লেখ করেন, ট্রাম্পের শিকাগো ও অন্যান্য শহরে সৈন্য পাঠানোর ঘোষণা তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি জোগাচ্ছে।
ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীর ভূমিকা বাড়ানোর চেষ্টা করছেন। সমালোচকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের নির্বাহী ক্ষমতার একটি বিপজ্জনক সম্প্রসারণ, যা সেনা ও সাধারণ নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
এর পাশাপাশি, ট্রাম্প নানা নির্বাহী আদেশ ও একক সিদ্ধান্তের মাধ্যমে অভিবাসন সীমিতকরণ, ফেডারেল কর্মসংস্থান হ্রাস, অ্যাফার্মেটিভ অ্যাকশন বাতিল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও আইন সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টির মতো পদক্ষেপ নিয়েছেন।
এমআর/এসএন