নির্বাচনের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির

নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশনের সংশোধিত আরপিওতে এ বিধান যুক্ত করা হচ্ছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয়ে রেখে মঙ্গলবার নতুন আচরণ বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছে নির্বাচন কমিশন।

নারীদের সাইবার বুলিং রোধ করা; বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো; কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালেও শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি এবার ভোটের প্রচারে থাকছে না পোস্টারের ব্যবহার। আর একজন প্রার্থী এক সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না; বিলবোর্ডের আয়তন হবে সর্বোচ্চ ১৬ ফুট।

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আচরণবিধিতে যেসব প্রস্তাবনা ছিল আদেশে গণপ্রতিনিধিত্ব আদেশে রাখা হয়েছে।

তিনি বলেন, কোড অব কন্ডাক্টের মধ্যে যেটা এড করা হয়েছিল তা আইনের ভেতরে আনা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘনে প্রার্থীর ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। দলের ক্ষেত্রে দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা নতুন করে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং এআই ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে আচরণবিধিতে।

এই নির্বাচন কমিশনার বলেন, বোঝা মুশকিল, কোনটা এআই কোনটা নয়। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আচরণবিধি ভঙ্গের মতো কোনো কিছু করা যাবে না। রাজনৈতিক দলগুলো যেসব প্ল্যাটফর্ম ব্যবহার করবে সেসব প্ল্যাটফর্মের তালিকা এবং লিংকের ডিটেলস রিটার্নিং অফিসারকে দিতে হবে। এছাড়া আচরণ বিধিমালায় ভোটার স্লিপ দেওয়ার প্রথাকে আইনগত ভিত্তি দেওয়া হয়েছে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো প্রার্থী ও প্রতিষ্ঠান ভোটার স্লিপ বিতরণ করতে পারবে। তবে ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি, পদের নাম ও প্রতীক উল্লেখ করতে পারবে না। নির্বাচনি প্রচার ও ভোটগ্রহণের সময়ে কোনো ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না।

গণপ্রতিনিধিত্ব আদেশে বিলবোর্ড বিষয়ে ইসি বলেছে, যেগুলো ডিজিটাল বিলবোর্ড সেগুলোতে আলোর ব্যবহার করা যাবে। তাছাড়া আলোকসজ্জার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রার্থীর প্রচারে বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না; এবার যুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বন্ধে সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল। আর ব্যানার ও ফেস্টুনের ব্যবহার নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদেরও যোগ করা হয়েছে। ফলে তারা প্রার্থীর হয়ে প্রচারে নামতে পারবেন না।

প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেওয়া হয়েছে। প্রচার সামগ্রীতে পলিথিন, রেকসিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রচারের সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলে রাখতে হবে। প্রচারণার সময় থাকছে তিন সপ্তাহ। আচরণবিধি মেনে চলার ব্যাপারে দলের কাছ থেকে অঙ্গীকারনামাও নেবে ইসি। আচরণবিধির ‘গুরুতর’ অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে। আগে আচরণবিধিতে আরপিও অনুচ্ছেদটি ছিল না, এটি এবার যুক্ত করা হয়েছে। গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে।

কমন প্লাটফর্মে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট আসনে, সব প্রার্থীকে নিয়ে একটি প্লাটফর্ম থেকে একদিনে তাদের ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। এছাড়া বিধিমালা লঙ্ঘনের ঘটনায় প্রার্তীতা বাতিলের বিষয়টি যুক্ত করা হয়েছে। নির্বাচনী অপরাধে আরপিও ৯১ ধারা অনুযায়ী প্রার্থীতা বাতিল করে থাকে ইসি। এ বিষয়টি আচরণ বিধিমালায় স্পষ্ট করা হয়েছে।

এমআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপ ফাইনালের পর মেসিদের সঙ্গে রিম্যাচ প্রস্তাবে রাজি হননি এমবাপ্পে Sep 06, 2025
img
‘যাদের মাঠে কোনো সমর্থন নেই তারাই পিআর পদ্ধতি চায়’ Sep 06, 2025
img
বরগুনায় বাস উল্টে খাদে, আহত ১২ Sep 06, 2025
"চ্যাম্পিয়ন হতে চাই" এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন Sep 06, 2025
তিশা-শাকিবের সঙ্গে ঐশী! ‘সোলজার’-এ জমজমাট ত্রিকোণ রসায়ন Sep 06, 2025
img
৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক Sep 06, 2025
img
আফগান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর বাতিল Sep 06, 2025
img
অক্ষয় কুমারের ৫৮ তম জন্মদিনে ২০০ তম সিনেমার ঘোষণা Sep 06, 2025
img
নতুন গানে রঘু-সৌদামিনীর ভালোবাসার ঝলক Sep 06, 2025
img
নেপালে ড্র করেই খুশি জামালদের হেড কোচ ক্যাবরেরা Sep 06, 2025
img
মুক্তোর পোশাকে ঝলমলে অনন্যা পান্ডে Sep 06, 2025
img
শিক্ষার্থীদের প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান শিক্ষা উপদেষ্টার Sep 06, 2025
মিমির জীবনের কঠিন লড়াই! Sep 06, 2025
নতুন লুকে চমক দিলেন শাহরুখ! Sep 06, 2025
সাকিব-মাশরাফিদের কাছ থেকে নেতৃত্ব শিখেছি, রাতে ছেলে-মেয়েদের ঢোকা বন্ধ করেছি; তকি Sep 06, 2025
img
সোনালী রঙের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী জয়া Sep 06, 2025
img
রাজধানীতে মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার Sep 06, 2025
img
১৫ দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে: কৃষি উপদেষ্টা Sep 06, 2025
img
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল জিম্বাবুয়ে Sep 06, 2025
img
মতিউরকাণ্ডে ১ এসআইসহ ১১ পুলিশ সদস্য বরখাস্ত Sep 06, 2025