জুলাই আন্দোলনে নাটোর জেলার ৮ শহীদ পরিবারকে মঞ্চে বসিয়ে দর্শক সারিতে সচিবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বসলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোর শহরের ভবানীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনের পর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মঞ্চে উপদেষ্টা না বসে জুলাই আন্দোলনে জেলার ৮ শহীদের পরিবারে সদস্যদের বসতে দেন।
এ সময় উপদেষ্টাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ সরকারি দফতরের স্থানীয় কর্মকর্তারা দর্শক সারিতে বসেন।
শহীদ পরিবারকে সম্মানিত করায় খুশি স্থানীয়রা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শহীদের রক্তের প্রতি সম্মান নতুন বাংলাদেশের সূচনা।
নাটোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। মঞ্চে উপদেষ্টা, সচিব ও প্রশাসনের কর্মকর্তারা না বসে শহীদের পরিবারকে সম্মান দেখিয়ে সেখানে তাদের বসিয়েছে। নতুন বাংলাদেশের ইতিবাচক দিক এটি।
নাটোর শহরের আলাইপুর এলাকার জুলাই আন্দোলনে শহীদ আকিবের বাবা দেলোয়ার হোসেন খান বলেন, উপদেষ্টাসহ কর্মকর্তারা নিচে বসে তাদের মঞ্চে বসতে দিয়েছেন এটি নজিরবিহীন ঘটনা।
পিএ/টিএ