‘চবির জমিদার’ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমির মালিকানা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দলটির চট্টগ্রাম উত্তর জেলার কর্মপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম।

তিনি বলেন, কেন্দ্রীয় জামায়াতের অনুমোদন সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উত্তর জেলা জামায়াত জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে সিরাজুল ইসলামের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।

জামায়াত মনে করে এ বক্তব্য মো. সিরাজুল ইসলামের নিজস্ব বক্তব্য। তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং সংগঠন এ বক্তব্যকে বিনয় পরিপন্থী মনে করে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। এ বক্তব্যের কারণে জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সিদ্ধান্ত নিয়ে তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জামায়াত মনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম কেউ কারো প্রতিপক্ষ নয়, পরস্পর পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে অতীত ঐতিহ্য ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় ছিল, ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটাই আমরা প্রত্যাশা করি। সম্প্রতি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ছাত্রী ও জোবরা গ্রামের অধিবাসী যারা আহত হয়েছেন, বাড়ি ঘরে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এছাড়া এ ঘটনাকে পুঁজি করে কেউ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাতে না পারে, এ জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীসহ সবার সজাগ দৃষ্টি কামনা করছি।

হাটহাজারী উপজেলা জামায়াত নেতা মো. সিরাজুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার। ইতোমধ্যে তার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে তাকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় সিরাজুল ইসলাম একটি বক্তব্য দেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফেটে পড়েন চবি শিক্ষার্থীরা। বক্তব্যে তিনি বলেন, আমাদের সম্মান করতে হবে, আর সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরাই তৈরি করবো। বিশ্ববিদ্যালয় যদি আমাদের যথাযথ সম্মান না করে, তবে জনগণ হিসেবে যা করা প্রয়োজন আমরা তা সামনে করবো, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গত ৩০ ও ৩১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ওই সভা করেন জামায়াত নেতা সিরাজুল ইসলাম। 

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ছাত্রলীগ নেতা ছেলেকে ধরিয়ে দিতে বাবার ফেসবুক পোস্ট Sep 07, 2025
img
হাসপাতাল থেকে ফিরলেন মোরসালিনদের কোচ Sep 07, 2025
img
আবু বাকেরের পক্ষে ভোট চাইলেন নাহিদ ইসলাম Sep 07, 2025
img
শুরু হলো আংশিক চন্দ্রগ্রহণ, ধীরে ধীরে লাল হবে চাঁদ Sep 07, 2025
img
শেরপুরে ১৪৯টি কমিটি বিলুপ্ত ঘোষণা বিএনপির Sep 07, 2025
img
যুক্তরাজ্যে আজ লাখো ফোনে বেজে উঠলো সাইরেন Sep 07, 2025
img
বিরল রোগে আক্রান্ত স্পাইডার ম্যানখ্যাত টম হল্যান্ড Sep 07, 2025
img
রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রশিবিরের Sep 07, 2025
চেক প্রজাতন্ত্রের বার্ষিক হট এয়ার ব্যালুন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র Sep 07, 2025
img
এশিয়া কাপের সম্ভাব্য একাদশ নিয়ে শেষ মুহূর্তের বিশেষ অনুশীলনে ভারত Sep 07, 2025
img
সেলিম প্রধানের রেস্টুরেন্টে ছাত্র-জনতার বিক্ষোভ Sep 07, 2025
img
বেআইনি সমাবেশ ও ঝটিকা মিছিল দমনে কঠোর অবস্থানে সরকার Sep 07, 2025
img
পাবনায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার Sep 07, 2025
img
বিড়ালের সাথে তারেক রহমানের খুনসুটির ছবি পোস্ট, উচ্ছ্বসিত শুভাকাঙ্ক্ষীরা Sep 07, 2025
img
তিনদফা দাবিতে জুলাই ঐক্যের কর্মসূচি Sep 07, 2025
img
ইন্দোনেশিয়ায় ভবনধসে প্রাণ গেল অন্তত ৩ জনের Sep 07, 2025
img
পাকিস্তানকে প্রবল বন্যার সতর্কতা দিলো ভারত Sep 07, 2025
img
সালমান খানকে গুন্ডা, অসভ্য, খারাপ মানুষ আখ্যা দিলেন ‘দাবাং’ পরিচালক Sep 07, 2025
img
বদরুদ্দীন উমর ছিলেন জাতির শাণিত বিবেক : রিজভী Sep 07, 2025
img
মৌলিক সংস্কার ছাড়া মানুষের মুক্তি আসবে না : প্রিন্স Sep 07, 2025