যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। ইউরোপের আরো কয়েকটি দেশও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে বিশ্বনেতারা জড়ো হচ্ছেন। সেখানে গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের পরিকল্পনা চলছে।
এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার পর, প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে তা উচিত হবে না বলে দেশটিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপকে ‘সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার’ বলে আখ্যা দিয়েছেন।
ইউটি/টিএ