বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যে নির্বাচন ব্যবস্থা দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, দেশ আবারও তেমন একটি নির্বাচনের দিকেই এগোচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খুলনা সরকারি বিএল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আগামীর বিশ্ব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগ। সুতরাং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে এখন থেকেই প্রচেষ্টা চালাতে হবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও বিভিন্ন দেশের ভাষা শেখার মাধ্যমেই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের জায়গা তৈরি করা সম্ভব।’
ছাত্রশিবির সেক্রেটারি অভিযোগ করেন, ২০০৮ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষাব্যবস্থা শুধু বেকার তৈরি করেছে। বৈষম্যের বিরুদ্ধে চব্বিশের গণ-অভ্যুত্থান হয়েছিল, যার মধ্যদিয়েই একটি অনিবার্য বিপ্লব সাধিত হয়েছে। সাদ্দাম আরো বলেন, ‘১৯৭১ সালে যে ব্যক্তি একদিনও মুক্তিযুদ্ধে অংশ নেননি, তিনি স্বাধীনতার পর রাষ্ট্রপ্রধান হয়ে যান। মাত্র তিন বছরের মাথায় বাকশাল কায়েম করে দেশকে এক অনিবার্য দুর্ঘটনার দিকে ঠেলে দেন। এরপর সেনা শাসন, স্বৈরশাসন, কিছুদিনের জন্য গণতন্ত্র প্রত্যাবর্তন, পরবর্তীতে ফ্যাসিবাদের উত্থান—এই রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যদিয়েই দেশের তরুণ সমাজ রাজপথে নেমে আসে।’
তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদ বিদায়ের আন্দোলনে শুধু দেশের ছাত্র-জনতাই নয়, প্রবাসী ১ কোটি ৫৫ লাখ রেমিট্যান্স যোদ্ধাও ভূমিকা রেখেছিল। চব্বিশের জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এ দেশকে নতুনভাবে গড়তে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির বিএল কলেজ শাখার সভাপতি হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, নগর সভাপতি আরাফাত হোসেন মিলন, জামায়াতে ইসলামী মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম, বিএল কলেজের ভিপি অ্যাড. শেখ জাকিরুল ইসলাম, নগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, মোকারম বিল্লাহ আনসারী ও মোশারফ আনসারি।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবির সেক্রেটারি রাকিব হাসান, বিএল কলেজ শিবিরের সাবেক সভাপতি মুনসুর আলম চৌধুরী ও আশরাফ হোসেন, কলেজ শাখার সেক্রেটারি হোসাইন আহমেদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ বুখারী, আবুল কাশেম, আবির হোসেন, ইয়াছিন আরাফাত, ইসরাফিল হোসাইন এবং প্রচার সম্পাদক বেলাল হোসাইন।
অনুষ্ঠানে বিএল কলেজের অধ্যক্ষ সেখ হুমায়ুন কবির, উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক হাবিবুর রহমান ও অধ্যাপক হারুনুর রশিদসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ