জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত উচ্চপর্যায়ের কর্ম অধিবেশন ‘ট্রান্সফর্মিং প্রাইমারি হেলথকেয়ার-বাংলাদেশের নকশা’ শীর্ষক বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কর্ম অধিবেশনে বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার রূপান্তর ও উদ্ভাবনী নকশা উপস্থাপন করা হয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী তাসনিম জারা বৈঠকে বক্তব্য রাখেন।
এমআর