সিলেটে একটি ফৌজদারি মামলার গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) নিয়ে যুক্তরাজ্য যুবলীগের নেতা কয়ছর আহমদ ওরফে হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে সিলেটের বাগবাড়িস্থ তাঁর বাসা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারকৃত কয়ছর আহমদ বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহর ছেলে।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়ছর আহমদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে একটি মামলার ওয়ারেন্ট জারি ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে পুলিশ মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।
রাতভর থানায় আটক, সকালে আদালতে প্রেরণ
পুলিশ সূত্রে আরও জানা যায়, মধ্যরাতে গ্রেফতারের কারণে কয়ছর আহমদকে আইনি প্রক্রিয়া শেষে কোতোয়ালী থানায় রাখা হয়। আজ সকালে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট আদালতে হাজির করার জন্য পাঠানো হবে।
জায়গা দখল ও রাজনৈতিক সংযোগের অভিযোগ
কয়ছর আহমদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে তিনি বাগবাড়ি ও শামীমাবাদ এলাকায় একাধিক বাসা ও জায়গা দখলের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
রাজনৈতিক মহলে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের ছোট ভাই শফিক এবং সাবেক জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির খানের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।
শামীমাবাদ এলাকায় কয়ছর আহমদের একটি ব্যাটারি রিকশার গ্যারেজ আছে। সাম্প্রতিক সময়ে ব্যাটারি রিকশা চালকদের ব্যানারে যে আন্দোলন সংঘটিত হয়েছিল, সেখানে কয়ছর সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং অর্থ যোগান দেন বলেও অভিযোগ রয়েছে।
পিএ/টিকে