আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় নতুনভাবে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ ভাতা ও বেতন সংক্রান্ত প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সোমবার (৬ অক্টোবর) মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয়, যেখানে বিস্তারিতভাবে বেতন ও ভাতার বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।
নতুন প্রস্তাবে শিক্ষক-কর্মচারীদের জন্য চারটি ভাতার স্লটের ভিত্তিতে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি করলে ন্যূনতম কত টাকা বাড়বে, ১৫ শতাংশ বৃদ্ধিতে ন্যূনতম ভাতা কত হবে, ১০ শতাংশ বৃদ্ধিতে কত হবে এবং ২০ শতাংশ বৃদ্ধির প্রেক্ষিতে ন্যূনতম বেতন কত বাড়বে।
অফিস আদেশে আরো বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত উন্নীত করা এবং শিক্ষক-কর্মচারীদের মেডিকেল ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকায়, বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকায় উন্নীত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থবিভাগে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন।
বিদ্যমান ভাতার তথ্যও অফিস আদেশে সংযুক্ত করা হয়েছে। এতে দেখা গেছে, বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ, মেডিক্যাল ভাতা বাবদ ৫০০ টাকা এবং বাড়িভাড়া বাবদ ১ হাজার টাকা পাচ্ছেন। নতুন প্রস্তাবিত হারের মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা তাদের আয় ও ভাতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি পাবেন বলে আশা করা হচ্ছে।
শিক্ষক-কর্মচারীদের সংগঠন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের পর তা কার্যকর হলে শিক্ষক-কর্মচারীদের অর্থনৈতিক স্থিতিশীলতায় বড় ধরনের সহায়তা হবে এবং তারা দৈনন্দিন জীবনযাত্রার খরচ সামলাতে আরও স্বাচ্ছন্দ্য পাবেন।
পিএ/টিকে