খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেছেন, শহীদ আবরার ফাহাদ মেধাবী ছাত্র ছিলেন। জুলাই বিপ্লবের যে চেতনা, তার বীজ বপণ করেছিলেন আবরার ফাহাদ। তার দেখা বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করেছে জুলাইযোদ্ধারা।
তিনি আরও বলেন, দেশকে নিয়ে যে এত গভীরভাবে চিন্তা করা যায় তা আবরার ফাহাদের লেখনির মাধ্যমে বোঝা যায়। তিনি চেয়েছিলেন সুন্দর একটি সমাজ, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আবরার ফাহাদ আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন।
শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জুলাইযোদ্ধা সাইফ নেওয়াজ, আহমদ হাসীম রাহাত, সাজিদুল ইসলাম বাপ্পী প্রমুখ বক্তৃতা করেন।
এতে স্বাগত বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পিএ/টিকে