সিরাজগঞ্জ মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
পুলিশ জানায়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর যমুনা সেতু পশ্চিম থানায় করা মামলার সূত্র ধরে জেলা পুলিশের একটি চৌকস টিম একাধিক স্থানে অভিযান চালায়। এতে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকা, লুট হওয়া তিনটি মোবাইলফোন এবং ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন -মোহাম্মদ আলী (২৩), আজাদুল মেম্বার (৩৭), মো. রাশিদুল (৩০), মো. আশরাফুল (২৩), মো. আইয়ুব (২৩), শাহ আলী (২৯) এবং মো. বাবু (৩৫)।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন গণমাধ্যমকে বলেন, আমরা একাধিক অভিযান পরিচালনা করে ৭জন ডাকাতকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে তিনজন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৩ অক্টোবর রাতে যমুনা সেতু পশ্চিম থানার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ১০-১২ জনের একটি ডাকাত দল প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ৫ অক্টোবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রমজান আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পিএ/এসএন