শিপিং খাতে কার্বন নির্গমন কমাতে একটি নতুন পরিকল্পনার (নেট জিরো ফ্রেমওয়ার্ক বা NZF) উপর ভোট দিতে যাচ্ছে জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। এই পরিকল্পনায় জাহাজ পরিবহনে কার্বন ট্যাক্স চালুর প্রস্তাব রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করছে।
মার্কিন প্রশাসনের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যারা এই প্রস্তাবের পক্ষে ভোট দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্বালানি সচিব ক্রিস রাইট ও পরিবহন সচিব শন ডাফি এক বিবৃতিতে বলেন, তারা এই পরিকল্পনাকে বিশ্বের উপর একটি বৈশ্বিক কার্বন কর হিসেবে দেখছেন এবং এটিকে পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই প্রস্তাব সমর্থন করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। সেগুলো হলো- মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, সংশ্লিষ্ট দেশের জাহাজকে মার্কিন বন্দরে প্রবেশে বাধা, বাণিজ্যিক জরিমানা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা।
যুক্তরাষ্ট্র এই প্রস্তাবকে ইউরোপীয় নেতৃত্বাধীন একটি নতুন ঔপনিবেশিক জলবায়ু পরিকল্পনা বলেও আখ্যা দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আগের অবস্থান থেকে সরে গেছেন। তিনি জলবায়ু পরিবর্তনকে প্রতারণা বলে অভিহিত করেছেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।
টিজে/এসএন