বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে এবং পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করবে। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জনগণই দেশের মালিক এবং তারাই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা পুরোপুরি পূরণ করবে। পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবে। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে মতবিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মালিক জনগণ, জনগণ সিদ্ধান্ত নেবে পিয়ার হবে কি হবে না। এ কারণেই আমরা বলছি এটি সঠিক নয়।’
ফখরুল বলেন, ‘প্রতিদিন আন্দোলন আর আন্দোলন ঢাকা শহরে যাওয়া যায় না। এই দুর্বল সরকারকে আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয় না। তারা আন্দোলন করছে কারণ তাদের উদ্দেশ্য একটাই নির্বাচন যেন না হয়।’
মির্জা ফখরুল বলেন, ‘জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। জনগণ নির্বাচনে বিষয়ে কোনো আপস করবে না।’
তিনি আরও বলেন, ‘পিয়ার বাদ দিয়ে আসুন সবাই একত্রিত হয়ে নির্বাচন করি। যারা জয়ী হবে তারা সরকার গঠন করবে আর বাকিরা সবাই তাদের সহযোগিতা করব।’
এ সময় বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদের সভাপতিতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ সভাপতি ওবায়ব্দুল্লাহ মাসুদ, সদর সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএন