বিমানবন্দরের ঘটনায় পোশাক রপ্তানিকারকদের ১ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দরের একটি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রপ্তানির ভরা মৌসুমে পোশাক রপ্তানিকারকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

শনিবার (১৮ই অক্টোবর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো আমদানি এলাকায় এই আগুন লাগে।

এতে রপ্তানিকারকদের বিপুল পরিমাণ কাঁচামাল, পোশাক এবং পণ্যের নমুনা রাখা গুদামগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক ফয়সাল সামাদ বলেন, 'আমরা ভেতরে একটি বিধ্বংসী দৃশ্য দেখেছি।'

'পুরো আমদানি বিভাগটি ছাই হয়ে গেছে,' উল্লেখ করে তিনি বলেন, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

রোববারও (১৯শে অক্টোবর) স্থাপনাটির পোড়া ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। দমকলকর্মী ও বিমানবন্দর কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করছিলেন।

বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান যোগ করেছেন, ধ্বংসপ্রাপ্ত পণ্যের মধ্যে 'জরুরি আকাশপথে পাঠানো চালান', পোশাক, কাঁচামাল এবং পণ্যের নমুনা রয়েছে।

তিনি সতর্ক করে দেন যে, নমুনার এই ক্ষতি দেশের বার্ষিক ৪৭ বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ পোশাক শিল্পের ভবিষ্যত ব্যবসাকে ঝুঁকির মধ্যে ফেলবে। 'নতুন ক্রেতা এবং অর্ডার বাড়ানোর জন্য এই নমুনাগুলি অপরিহার্য। এগুলো হারানোর অর্থ আমাদের সদস্যরা ভবিষ্যতের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে,' বলেন তিনি।

বিমানবন্দরের যে কার্গো ভিলেজটিতে আগুন লেগেছে, সেটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম লজিস্টিকস হাব। এখানে প্রতিদিন ৬০০ মেট্রিক টনেরও বেশি শুকনো কার্গো হ্যান্ডেল করা হয়, যা অক্টোবর থেকে ডিসেম্বরের ব্যস্ত মৌসুমে দ্বিগুণ হয়ে যায়।

খান বলেন, 'প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানা আকাশপথে তাদের পণ্য পাঠায়। সেই হিসাবে, আর্থিক প্রভাব ব্যাপক।'

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি এবং একটি তদন্ত চলছে।

উল্লেখ্য, এটি এই সপ্তাহে বাংলাদেশে রিপোর্ট হওয়া তৃতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার (১৪ই অক্টোবর) ঢাকায় একটি পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে আগুনে অন্তত ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) চট্টগ্রামের একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে আরেকটি আগুনে একটি সাত তলা পোশাক কারখানার ভবন পুড়ে যায়।

সরকার জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সব ঘটনা 'পুঙ্খানুপুঙ্খভাবে' তদন্ত করছে এবং সতর্ক করে দিয়েছে যে 'নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে দ্রুত ও নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'

চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক। এই খাতটি ওয়ালমার্ট, এইচঅ্যান্ডএম এবং গ্যাপের মতো প্রধান বৈশ্বিক খুচরা বিক্রেতাদের পণ্য সরবরাহ করে, প্রায় ৪০ লক্ষ শ্রমিক নিয়োগ করে এবং দেশের জিডিপির দশ শতাংশের বেশি অবদান রাখে।

আশঙ্কা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডের ফলে চালান বিলম্বিত হবে এবং আন্তর্জাতিক ডেলিভারির সময়সীমা পূরণে অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করবে।

সূত্র: আল জাজিরা

Share this news on:

সর্বশেষ

img
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল নিউজিল্যান্ড Oct 20, 2025
img
মালয়েশিয়ায় ৮২ প্রবাসীর আত্মসমর্পণ, ১৯ জন বাংলাদেশি Oct 20, 2025
img
আজকের আবহাওয়া: ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে Oct 20, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ Oct 20, 2025
img
শিক্ষা প্রতিষ্ঠানকে আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেওয়া হবে না : সেলিমুজ্জামান Oct 20, 2025
img

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো Oct 20, 2025
img
গাজায় ত্রাণ-সামগ্রী প্রবেশ স্থগিত করল নেতানিয়াহুর দেশ Oct 20, 2025
img
সুরাজ বরজাত্যর নতুন পারিবারিক ছবির শুটিং শুরু নভেম্বর থেকে Oct 20, 2025
img
এমবাপ্পের গোলে ফের শীর্ষে রিয়াল Oct 20, 2025
img
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল এক বৃদ্ধ Oct 20, 2025
img
ফাঁস হওয়া ছবিতে আলিয়া ভাটের লুক নিয়ে তুমুল আলোচনা Oct 20, 2025
img
বিয়ের পর বিরতি ভেঙে কীর্তি সুরেশের শক্তিশালী প্রত্যাবর্তন Oct 20, 2025
img
জুলাই সনদ হঠাৎ করে হয়নি, একটি দীর্ঘ প্রক্রিয়া ছিল : মঞ্জু Oct 20, 2025
img
৯ বছর পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারাল ম্যানইউ Oct 20, 2025
শাপলা প্রতীক না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সরোয়ার তুষার Oct 20, 2025
সত্যিই কি ডিভোর্স হয়েছে মাহিয়া মাহি? কী জানালেন Oct 20, 2025
নির্বাচন কমিশনের নিরপেক্ষ নির্বাচন করার কোনো যোগ্যতা নেই : হাসনাত আব্দুল্লাহ Oct 20, 2025
img
কাঞ্চন আমার মূল্যবান গয়না! ‘সেফটি ডিপোজ়িট’, মানুষটাও সোনা: শ্রীময়ী Oct 20, 2025
img
বৃদ্ধ বয়সে কোনো হারাম কর্ম যেন আমাকে স্পর্শ না করে : রনি Oct 20, 2025
বাড়িভাড়া ভাতা ২০% এর নিচে মানি না, মানবো না Oct 20, 2025