এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীদের মালিকানাধীন বিশাল অংকের শেয়ার বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ নির্দেশটি জারি করেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী, এস আলম সংশ্লিষ্ট ১০৫টি বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ২৮৬টি শেয়ার জব্দ করা হবে। এই শেয়ারগুলোর বাজারদর আনুমানিক ৮০০ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা বলে জানা গেছে।
দুদকের উপপরিচালক তাহসিন মোনাবিল হক আদালতে দুর্নীতির মামলায় এই বিপুল পরিমাণ শেয়ার জব্দের জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান, তার পরিবার ও সহযোগীরা এই শেয়ারগুলো অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন। এই অপচেষ্টা রুখতে এবং মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালতের আদেশ জরুরি ছিল।
এর আগে, গত ৯ জুলাই একই আদালত এস আলম, তার পরিবার ও সহযোগীদের নামে থাকা ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল। এসব অ্যাকাউন্টে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকে জমা ছিল ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা।
তাছাড়া, ২৪ জুন একই আদালত সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও জার্সি দ্বীপে এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের মালিকানাধীন বিদেশি সম্পদ জব্দ ও বাজেয়াপ্তের নির্দেশ দেন।
এরও আগে দুর্নীতির একই মামলায় আদালত একাধিক দফায় এস আলম গ্রুপের বিভিন্ন সম্পদ জব্দের নির্দেশ দেন।
কেএন/টিকে