দক্ষিণ ভারতের সবচেয়ে চর্চিত জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা সম্প্রতি আবারো খবরের শিরোনামে। সূত্রের খবর অনুযায়ী, এই তারকা জুটি গত ৩ অক্টোবর এক ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সেরে ফেলেছেন, যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা। যদিও তারা এখনও এই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।
দীপাবলির দিন বিজয় দেবরকোন্ডা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তাকে আতশবাজির আলোর মাঝে হাসিখুশি চেহারায় দেখা যায়। ভিডিওতে বিজয় সামনের ক্যামেরার দিকে তাকিয়ে মজার ভঙ্গিমায় মুখের অভিব্যক্তি দেখাচ্ছিলেন। কিন্তু নজর কেড়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাওয়া একটি মেয়েলি কণ্ঠস্বর, যা নিয়ে ইন্টারনেটে শুরু হয়েছে নানান জল্পনা- তবে কি রাশমিকা সেই সময় সেখানে ছিলেন?
ভিডিওর ক্যাপশনে বিজয় লেখেন, হ্যাপি দিওয়ালি টু ইউ অল - মাই পিপল :) দিওয়ালি অলওয়েজ হ্যাস বিন মাই ফেবারিট ফেস্টিবাল। সেন্ডিং ইউ অল বিগ হাগস অ্যান্ড মাই লাভ।
কমেন্ট সেকশনে একজন লেখেন, মিসিং রাশমিকা ভাবি। আরেকজন মন্তব্য করেন, ইজ দ্যাট রাশি'স ভয়েস?
অন্যদিকে, রাশমিকা মন্দানা তাঁর নতুন ছবি ‘থাম্মা’, যেখানে তিনি আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন, সেটির জন্য দীপাবলির শুভেচ্ছা জানান। ছবি প্রচারে ব্যস্ত রাশমিকা ইনস্টাগ্রামে একটি ট্র্যাডিশনাল সাজে কিছু ছবি শেয়ার করেন এবং লেখেন, হ্যাপি দিওয়ালি। সেন্ডিং ইউ অল লাভ অ্যান্ড লাইট অলওয়েজ।
এনডিভির এক প্রতিবেদন অনুযায়ী, বিজয় ও রাশমিকা সত্যিই গত ৩ অক্টোবর বাগদান সেরে ফেলেছেন। তাঁদের বিয়ের দিনও নাকি ঠিক হয়ে গেছে- ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাত পাকে বাঁধা পড়তে পারেন তাঁরা।
সম্প্রতি রাশমিকার শেয়ার করা একটি শাড়িতে তোলা ছবি, কপালে তিলকসহ, এই গুঞ্জনকে আরও জোরদার করে। সেই ছবিতে তিনি লেখেন, হ্যাপি দাশেরা মাই লাভস...দিস ইয়ার, আই এম ফিলিং এক্সট্রা গ্রেটফুল।
এই দুই তারকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২৩ সালের জানুয়ারিতে, মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর পর থেকেই। তারপর একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা গেছে। এমনকি রাশমিকা বিজয়ের পরিবারের সঙ্গে ‘পুষ্পা ২’-র স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন।
এই বছরের এপ্রিল মাসে রাশমিকা তাঁর জন্মদিন ওমানে উদযাপন করেন এবং পরে বিজয়ও একইরকম ব্যাকগ্রাউন্ডে একটি ছবি পোস্ট করলে সেই জল্পনা আরও তীব্র হয়।
এসএন