বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবার বড়পর্দায় দাপট দেখাতে প্রস্তুত। ২০২৬ ও ২০২৭ সালের জন্য তার হাতে বিভিন্ন ধরনের চলচ্চিত্র রয়েছে, যা তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। আত্মিক গল্প থেকে রোমাঞ্চকর থ্রিল পর্যন্ত, শ্রদ্ধা প্রতিটি ধারায় নিজেকে পরীক্ষা করতে চলেছেন।
২০২৬ সালে মুক্তি পাচ্ছে “ভিত্থা”, যা একটি নৃত্যজীবনীভিত্তিক ছবি। ‘মিমি’ ছবির পরিচালক লক্ষ্মণ উটেকারের এই ছবিতে শ্রদ্ধার নাচের দক্ষতা নতুন মাত্রা পাবে। ‘এবিসিডি ২’ এবং ‘স্ট্রিট ড্যান্সার ৩ডি’তে তার নৃত্যপ্রতিভা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে, এবং এই ছবিটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে।
আরেকটি বড় প্রকল্প হলো “পাহাড়পাঙ্গিরা”। ‘তুম্বাড’ ছবির নির্দেশক রহি অনিল বারের সঙ্গে এই ছবিতে শ্রদ্ধা অভিনয় করছেন, যা সতি প্রথা বিষয়ক অন্ধকারাচ্ছন্ন নাটক। এটি হয়তো তার সবচেয়ে শক্তিশালী ও স্মরণীয় চরিত্রের রূপ তুলে ধরবে।
২০২৭ সালে মুক্তি পাচ্ছে “স্ট্রী ৩”। প্রিয় ভয়-কমেডি ধারাবাহিকের তৃতীয় অংশে শ্রদ্ধা তার জনপ্রিয় চরিত্রে পুনরায় ফিরছেন। এই ছবির নির্দেশক অমর কৌশিক। ভয়ের মাঝে হাস্যরস উপভোগ করতে দর্শকরা এবারও প্রস্তুত।
তাহার পাশাপাশি ২০২৭ সালে মুক্তি পাচ্ছে “নাগিন”। দীর্ঘ প্রতীক্ষিত এই অতিপ্রাকৃত প্রেমের গল্প নতুন পরিচালক সাকেত চৌধুরীর তত্ত্বাবধানে এগোচ্ছে। এটি হয়তো একটি কাল্ট রিবুটের জন্ম দেবে। প্রতিটি ছবিই একে অপরের থেকে ভিন্ন, তাই শ্রদ্ধা কাপুর আবারও বলিউডের প্রধান অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা দৃঢ় করতে প্রস্তুত। ধর্ম, ইতিহাস, রোমাঞ্চ বা ভৌতিক কল্পকাহিনি—সব ধারায় শ্রদ্ধা নিজেকে প্রমাণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
ইউটি/টিএ