বাংলাদেশের ব্যান্ড সংগীতে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নাম– লেজি ডাইনোস। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির প্রথম একক গান 'রাত'।
২০২৪ সালে 'লেজি ডাইনোস' গড়ে ওঠে। বর্তমান ব্যান্ডটির সদস্য হলেন তিনজন— রাজদীপ চৌধুরী, সাদবী বিন মোরশেদ ও তন্ময় মজুমদার। দীর্ঘদিন ধরে ব্যান্ড সংগীতাঙ্গনে যুক্ত রয়েছেন তারা।
আধুনিক সাউন্ড আর ভাবনাপূর্ণ কথার মেলবন্ধনে তৈরি গানটি শ্রোতাদের মাঝে নতুন প্রত্যাশা জাগাবে বলে মনে করছেন ব্যান্ডের সদস্যরা।
লেজি ডাইনোসের দলনেতা এবং 'রাত' গানের গীতিকার রাজদীপ চৌধুরী বলেন, গানটি লেখা হয়েছিল কোভিডের সময়ে। সুর ও ডেমো আগেই তৈরি হলেও নানা ব্যস্ততার কারণে গানটি এতোদিন প্রকাশিত হয়নি।
তিনি আরও বলেন, গানটির কথায় রয়েছে আত্মবিশ্লেষণ, বাস্তবতা ও আবেগের সূক্ষ্ম মিশ্রণ; যা শ্রোতাদের নিয়ে যাবে গভীর অনুভূতির জগতে।
গানটির প্রকাশ উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে বিশেষ এক প্রচারণা চালাচ্ছে লেজি ডাইনোস। 'পে অ্যাজ ইউ উইশ' পদ্ধতিতে প্রি-রিলিজ ক্যাম্পেইনের মাধ্যমে গানটি আগেভাগে কিনে শুনতে পারবেন শ্রোতারা।
'রাত' গানটি পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপেল মিউজিক, ডিজারসহ অন্যান্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।
আরপি/টিএ