বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত জীবনের নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন। ক্যারিয়ারের এক পর্যায়ে তাঁকে জেলে যেতে হয়েছিল। আর সেই অভিজ্ঞতাই তাঁর জীবনের বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন তিনি।
এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, “জেল আমাকে একটা জিনিস শিখিয়েছে, স্বাধীনতা। যখন কিছুই থাকে না, তখনই আপনি স্বাধীনতার আসল মানেটা বোঝেন।”
অভিনেতার এই বক্তব্যে জীবনের গভীর বাস্তবতা উঠে এসেছে। জীবনের কঠিন সময়গুলো মানুষকে যেমন বদলে দেয়, তেমনি শেখায় জীবনের প্রকৃত মূল্যও।
উল্লেখ্য, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় নাম জড়ানোর পর সঞ্জয় দত্তকে দীর্ঘ সময় কারাভোগ করতে হয়। এরপর ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি। বর্তমানে তিনি নিয়মিত অভিনয় করছেন বলিউডের বিভিন্ন বড় বাজেটের ছবিতে।
এমআর