উদীয়মান অভিনেত্রী আহসাস চন্না নতুন এক সৃজনযাত্রায় পা রাখলেন নেটফ্লিক্সের প্রথম একক ছবি ‘গ্রেটার কালেশ’-এর মাধ্যমে। আদিত্য চন্দিওক পরিচালিত ও টেরিবলি টিনি টেলস প্রযোজিত এই দীপাবলি স্পেশাল ছবিটি ঘরে ফেরা, সম্পর্ক ও পারিবারিক বিশৃঙ্খলার স্নিগ্ধ গল্প যেখানে টুইঙ্কল হান্ডা চরিত্রে আহসাস দীপ্তিময় উপস্থিতি উপহার দিয়েছেন।
চরিত্রটি সম্পর্কে আহসাস বলেন, “এটা মোটেও চিরচেনা পরিবারকেন্দ্রিক ড্রামা নয়; বরং খুবই মৃদু, খুব পরিচিত আর দারুণ আন্তরিক একটি গল্প। এখানে সবাই সবাইকে চেনে এই উষ্ণতা আজকের দিনে খুব বিরল।” সাধারণত চঞ্চল-উচ্ছ্বসিত চরিত্রে দেখা গেলেও টুইঙ্কলকে তিনি তুলে ধরেছেন অত্যন্ত শান্ত, অন্তর্মুখী ও আবেগঘন রূপে। আহসাসের ভাষায়, “ওর অনুভবগুলো ঢাকঢাক গুড়গুড় নয় ও অনুভব করে, অভিনয় করে না। এই চরিত্রটিকে পর্দায় বড় হওয়ার এক অভিজ্ঞতা মনে হয়েছে।”
এ প্রথমবারের মতো নিজ বয়সের চেয়ে পরিণত এক চরিত্রে অভিনয় করেছেন আহসাস। “কথা বলার ধরন, নড়াচড়া সবকিছুর ভেতরেই এক ধরনের সংযম ও পরিণতি আনতে হয়েছে,” জানিয়ে অভিজ্ঞতাকে তিনি বলেন “একই সঙ্গে চ্যালেঞ্জ আর আনন্দ।”
পর্দার বাইরেও চরিত্রের সঙ্গে নিজের অদ্ভুত মিল খুঁজে পান অভিনেত্রী। মায়ের জন্য নিজের সময় আলাদা করে রাখার অভ্যাস নিয়েই বলেন, “টুইঙ্কলের মায়ের মতোই আমার মা নীরব অথচ দৃঢ়। বাড়িতেও থাকি, তবু প্রতিদিন মায়ের জন্য অন্তত এক ঘণ্টা দিই কফি বা গল্পগুজব।”
নেটফ্লিক্স পোস্টারে নিজের মুখ দেখে এখনও অবাক আহসাস চন্না। “আমার প্রথম একক ছবি নেটফ্লিক্সে এখন পর্যন্ত তৃতীয় প্রোজেক্ট আর সামনের বছর আরও দু’টি আসছে। সত্যি বলতে, এটা এখন বাড়ির মতোই লাগছে,” উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
বর্তমানে নেটফ্লিক্সের ট্রেন্ডিং তালিকায় থাকা ‘গ্রেটার কালেশ’ ইতিমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে তার উষ্ণতা, হাস্যরস ও হৃদয় ছোঁয়া আবেগের জন্য — এই উৎসব মৌসুমে যা দেখা উচিত তালিকার একেবারে শীর্ষে রাখার মতো।
এবি/টিকে