চট্টগ্রাম নগরে অমল কৃষ্ণ নাথ টুটুল (৪৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকবাজার থানাধীন দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার টুটুল চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা বলে জানা গেছে। টুটুল পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে জানা গেছে। তিনি নগরের ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর লাঠি দিয়ে হামলা করেছিলেন টুটুল, এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাইরাল হয়েছিল।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অমল কৃষ্ণ নাথ টুটুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।
এবি/টিকে