গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তিনটি রাজনৈতিক দলের তোষণ করেছে। কিন্তু সে তিন দলই এখন তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করছে।
শনিবার (২৫ অক্টোবর) দেশের একটি গণমাধ্যম আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘মাহফুজ আলম (তথ্য উপদেষ্টা) বলছে যে, সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তাহলে তিন দল ভাগবাটোয়ারা করেছে। তিন দলই মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে।’
ড. ইউনূসকে নিয়েও বিস্তর অভিযোগ সাবেক এই ডাকসু ভিপির। প্রধান উপদেষ্টা প্রত্যাশা পূরণে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি বলে মত তার।
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন প্রসঙ্গে নুর বলেন, শেষ পর্যন্ত সমঝোতা না হলে সংকট ঘনীভূত হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে সরকার বা সেনাবাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা বেশি প্রয়োজন বলে উল্লেখ করেন নুর। তিনি বলেন, ‘শুধু সেনাবাহিনী মোতায়েন করলেই নির্বাচন সুষ্ঠু হবে, বিষয়টি এমন নয়।’
ইএ/টিকে