প্রেম নিয়ে আর রাখঢাক নয়, এবার খুল্লামখুল্লা ভালোবাসায় মাখা ছবি দিলেন কৃতি শ্যানন। অভিনেত্রীর সঙ্গে কবীর বাহিয়া প্রেমের চর্চা দীর্ঘদিনের। এবার আবুধাবিতে ইউএফসি ৩২১-এ অংশ নিয়েছিলেন জুটি।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কৃতি। সেই ছবিতে দেখা মিলল কৃতির ভেড়িয়া নায়ক বরুণ ধাওয়ানের। একটি ছবিতে কৃতি কবীরের সাথে সেলফি তোলার জন্য হাসছিলেন। অন্য একটি ছবিতে বরুণের সাথে পোজ দেওয়ার সময়ও হাসিমুখে পাওয়া গেল কৃতিকে।
ইভেন্টের জন্য কৃতি একটি জ্যাকেট এবং ডেনিমের নীচে একটি কালো টপ পরেছিলেন। মেরুন রঙের চামড়ার জ্যাকেট ও ট্রাউজারের নিচে কালো টি-শার্টে দেখা গিয়েছিল বরুণকে। কবীর একটি সাদা টি-শার্ট, একটি গোলাপী জ্যাকেট এবং ডেনিম বেছে নিয়েছিলেন।
ছবিগুলি শেয়ার করে কৃতি লেখেন, “আবুধাবিতে ফাইট নাইটের এনার্জি। এই ২ জনের সাথে ইউএফসি ৩২১-এর উন্মাদনা প্রত্যক্ষ করতে পেরে রোমাঞ্চিত।” পোস্টের প্রতিক্রিয়ায় কবির গ্লাভস এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। এক ভক্ত বলেন, “এই দুজনকে একসঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে।”
কবীর এবং কৃতিকে এই প্রথম বিদেশে একসাথে দেখা গেছে তা নয়। গত জুলাইয়ে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ দেখতে পৌঁছেছিলেন এই লাভ বার্ডস। গত বছর দুবাইয়ে একটি পারিবারিক বিয়েতে তাদের একসাথে দেখা গিয়েছিল, যার পরে তারা ক্রিসমাসও একসঙ্গে উদযাপন করেছিলেন। ওস্তাদ রাহাত ফতেহ আলি খানের কনসার্টেও একসঙ্গে অংশ নিয়েছিলেন এই চর্চিত দম্পতি।
একটা সময় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। ‘রাবতা’ ছবির সেটে নাকি দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। সুশান্ত-অঙ্কিতার প্রেমভাঙার কারণও নাকি কৃতি, তবে সে-সব এখন অতীত! বয়সে কৃতির চেয়ে প্রায় আট বছরের ছোট কবীর।- হিন্দুস্তান টাইমস
এসএন