টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি একটি সাক্ষাৎকারে জীবন ও তার জটিলতা নিয়ে গভীর মন্তব্য করেছেন। তিনি বলেন, “জীবন খুব সুন্দর। আমরাই সেটাকে জটিল করি। তারপর ভাবি, ইস! জীবনটা কমপ্লিকেটেড হয়ে গেল, সেটা বললে তো চলবে না।”
কোয়েল মল্লিকের এই বক্তব্য দর্শক ও ভক্তদের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। তিনি মনে করেন, জীবনের জটিলতা মূলত আমাদের নিজের মনোভাব ও সিদ্ধান্তের ফল। তাই জীবনকে সহজভাবে গ্রহণ করা এবং ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা জরুরি।
অভিনেত্রী আরও বলেন, নিজের উপর বিশ্বাস রাখা এবং পরিস্থিতি ভালোভাবে সামলানোর মনোভাব গড়ে তোলা মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। কোয়েল মল্লিকের এই অন্তর্দৃষ্টিপূর্ণ মন্তব্য সামাজিক মাধ্যমেও প্রশংসিত হয়েছে।
এমকে/এসএন